উখিয়ায় বিশেষ অভিযান: ওয়ান শুটার গান ও ধারালো চাকুসহ রোহিঙ্গা আটক
উখিয়া উপজেলার ১৪ এপিবিএনের ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের নেতৃত্বে ৮ সেপ্টেম্বর ভোররাতে বিশেষ অভিযান চালানো হয়েছে। ...
আমি যে ক’টি অনলাইন পোর্টাল পত্রিকা দেখি তার মধ্যে “উখিয়া নিউজ ডটকম” প্রথমে পড়ি। এ পত্রিকার উপসম্পাদকীয় ও যে সংবাদ প্রকাশিত কলামগুলো আমাকে আকৃষ্ট করে বেশি। যে কোনো অনলাইন পোর্টাল পত্রিকার মানের জন্য পত্রিকার মালিক কিংবা লেখকের সৌজন্যতা কাজ করে। এদিক থেকে বিবেচনা করলে তুলনামূলকভাবে “উখিয়া নিউজ ডটকম” নিরপেক্ষ থাকায় সচেষ্ট হয়। আমার প্রত্যাশা থাকবে “উখিয়া নিউজ ডটকম” প্রথম একযুগ যেভাবে সাহস ও নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন, সংবাদ বিশ্লেষণ এবং কলাম প্রকাশে অগ্রণী ভূমিকা পালন করেছিল, ভবিষ্যতেও তারা সে লক্ষ্য থেকে বিচ্যুত হবে না।
আমি “উখিয়া নিউজ ডটকম” এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।
লেখক
ইউসুফ আরমান
কলামিস্ট ও সাহিত্যিক
দক্ষিণ সাহিত্যিকাপল্লী
০৬ নং ওয়ার্ড, পৌরসভা
কক্সবাজার
[email protected]
পাঠকের মতামত