উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/১০/২০২২ ৯:৫৬ এএম

মালয়েশিয়ার আসন্ন ১৫তম জাতীয় নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। নির্বাচনে নিজ সংসদীয় আসন লাংকাউই থেকে লড়বেন ৯৭ বছরের এ প্রবীণ রাজনীতিক। স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মাহাথির নিজেই এ ঘোষণা দিয়েছেন। খবর স্ট্রেইট টাইমস।

মাহাথির বলেন, তার দল পেজুয়াং তানাহ এয়ার (পেজুয়াং) সাবাহসহ ভোটের সময় কমপক্ষে ১২০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। দলীয় সংসদ সদস্য হওয়ার জন্য লড়বেন তিনি। তবে তিনি প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে থাকবেন না। তিনি বলেন, আমরা স্থির করিনি কে প্রধানমন্ত্রী হবেন। কারণ আমরা জিতলেই প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি আসবে। আর হারলে তা অপ্রাসঙ্গিক।

তিনি জানান, গেরাকান তানাহ এয়ার এখনও নিবন্ধিত হয়নি। আসন্ন নির্বাচনে সব প্রার্থী পেজুয়াং এর ব্যানারে লড়বে। গত আগস্টে ৪টি দল নিয়ে গেরাকান তানাহ এয়ার (জিটিএ) দলের ঘোষণা দেয়া হয়। দলগুলো হলো- পেজুয়াং, পুত্রা, ন্যাশনাল ইন্ডিয়ান মুসলিম অ্যালায়েন্স পার্টি (ইমান), এবং পার্টি বারিসান জেমাহ ইসলামিয়া সি-মালয়েশিয়া (বারজাসা)।

সোমবার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকব রাজার সম্মতি পাওয়ার পর এক টেলিভিশন ভাষণে মালয়েশিয়ার সংসদ ভেঙে দেয়ার ঘোষণা দেন। ভোটের তারিখ ঘোষণা করতে নির্বাচন কমিশন এক সপ্তাহের মধ্যে বৈঠক করবে বলে আশা করা হচ্ছে। সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে দেয়ার ৬০ দিনের মধ্যে মালয়েশিয়ার জাতীয় নির্বাচন হতে হবে।

ড. মাহাথির ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পাকাতান হারাপান (পিএইচ) কে ২০১৮ সালে একটি ঐতিহাসিক জয়ে নেতৃত্ব দেয়ার পর আবার প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসেন। ২০২০ সালে অন্তর্দ্বন্দ্বের কারণে পিএইচ সরকারের পতন ঘটে।

পাঠকের মতামত

মিয়ানমারে জান্তাবিরোধী সশস্ত্র যুদ্ধ থেকে পিছু হটল প্রভাবশালী গোষ্ঠী

মিয়ানমারের জান্তাবিরোধী যুদ্ধে সবচেয়ে বড় সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি ইউনাইটেড ওয়া স্টেট আর্মি (ইউডব্লিউএসএ)। গত কয়েক ...

মিয়ানমার সামরিক বাহিনীর নির্বাচন পরিকল্পনায় ভারতের সমর্থন

ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা মিয়ানমারের সাধারণ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ভারত, মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সোমবার ...