প্রকাশিত: ২১/০৪/২০১৮ ৬:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫৩ এএম

ইসলামের সুমহান শিক্ষা ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে ফেনীতে মুসলিম হয়েছেন এক হিন্দু পরিবারের পাঁচ সদস্য। বৃহস্পতিবার স্ত্রী সরস্বতী দাস ও তিন সন্তানসহ সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন হিন্দু ধর্মালম্বী লিটন চন্দ্র দাস।খবর পরিবর্তনের

লিটন সপরিবারে বর্তমানে ফেনী শহরের সুলতানপুর এলাকায় থাকেন। তার স্থায়ী বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের গোপালপুর গ্রামে।

জানা গেছে, বৃহস্পতিবার ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে তারা সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন।

ইসলাম গ্রহণের পর লিটন চন্দ্র দাসের নাম রাখা হয় মোহাম্মদ আলী আর তার স্ত্রী সরস্বতী দাসের নাম রাখা হয় সুমাইয়া আক্তার। একই সঙ্গে দুই কন্যা এবং ছেলেরও নতুন নাম রাখা হয়েছে।

ইসলাম গ্রহণের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আলী বলেন, ‘ইসলামের সুমহান শিক্ষা ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমার স্ত্রীসহ পরিবারের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করি। আমরা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি।’

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...