প্রকাশিত: ১৭/১২/২০১৮ ৭:৫৪ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা / ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে প্রচারের অংশ হিসেবে ১৯ ডিসেম্বর কক্সবাজার জেলার নির্বাচনী জনসভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া রোববার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবন সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সের কর্মসূচি শুরু হবে ১৮ ডিসেম্বর মঙ্গলবার। শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৯ ডিসেম্বর বিকেল ৪টা থেকে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

উক্ত জনসভায় কক্সবাজার জেলার এসব কর্মসূচিতে দলের স্থানীয় নেতারা ছাড়াও নির্বাচনী এলাকাগুলোর আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে এসব নির্বাচনী জনসভা ও কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্নিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত গত ১২ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এবারের নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে নামেন শেখ হাসিনা। ওইদিন বিকেলে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনের কোটালীপাড়ার জনসভা ও রাতে টুঙ্গিপাড়ায় কর্মিসভায় বক্তব্য দেন তিনি। পরদিন ঢাকায় ফেরার পথে ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ এবং ঢাকার ধামরাই ও সাভারে পৃথক জনসভা ও পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

পাঠকের মতামত

শিক্ষাপ্রতিষ্ঠানের ড্রেসকোডে ঝুলছে ছাত্রীদের হিজাব

রাজধানীসহ দেশের অধিকাংশ সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নির্ধারিত ড্রেসকোড আছে। এতে বিপাকে পড়ছেন পর্দা করতে চাওয়া ...

কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক নয়, মৃত্যুর পথ: যাত্রীর আতঙ্ক বাড়ছে দিন দিন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দিনদিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। গত কয়েক সপ্তাহে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ...