ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/১২/২০২৫ ৮:৫০ এএম
বাংলাদেশ নির্বাচন কমিশন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া কোনো ওয়াজ মাহফিল বা ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা যাবে না মর্মে সাংবিধানিক এ প্রতিষ্ঠান স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া কোনো ওয়াজ মাহফিল বা ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা যাবে না মর্মে সাংবিধানিক এ প্রতিষ্ঠান স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে।

উল্লিখিত চিঠিতে বলা হয়েছে, এরই মধ্যে যেসব ধর্মীয় সভা বা ওয়াজের তারিখ নির্ধারিত হয়েছে অথবা বিশেষ কারণে যেগুলোর আয়োজন একান্ত প্রয়োজন, সেগুলোর জন্য রিটার্নিং কর্মকর্তার লিখিত অনুমতি নিতে হবে। এসব অনুষ্ঠানে কোনো প্রার্থী, রাজনৈতিক দলের সদস্য বা অন্য কেউ নির্বাচনী প্রচার বা কারো পক্ষে বক্তব্য রাখতে পারবে না। সেই সঙ্গে এসব আয়োজনে রিটার্নিং কর্মকর্তার নিযুক্ত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘ওয়াজ মাহফিল নিষিদ্ধ করা হয়নি। বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে আয়োজন করতে হবে। উদ্দেশ্য একটাই, নির্বাচন ঘিরে কেউ যেন রাজনৈতিক সুবিধা নিতে না পারে এবং ধর্মীয় মঞ্চে প্রার্থীরা যেন ভোট না চান।’

ইসি সূত্র জানায়, গত রোববার সব রিটার্নিং কর্মকর্তাকে এ-সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া গতকাল স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়কে কার্যকর ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়।

এদিকে নির্বাচনী প্রচারে সমতা নিশ্চিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে পৃথক চিঠি দিয়েছে ইসি। এতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে নির্বাচনী প্রচারে সব প্রার্থীর জন্য সমান সুযোগ দিতে হবে। ‘আচরণ বিধিমালা ২০২৫’-এর বিধি ২৫ অনুযায়ী, টক শো বা নির্বাচনী সংলাপে কোনো প্রার্থী বা দলের প্রতিনিধি ব্যক্তিগত আক্রমণ করতে পারবেন না। এ বিষয়ে সতর্কতা অবলম্বন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, শীত মৌসুমে দেশজুড়ে ওয়াজ মাহফিলের আয়োজন হয়ে থাকে। নির্বাচন সামনে রেখে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা এসব আয়োজনের বিষয়ে করণীয় জানতে চাইলে ইসি এক সভায় আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়

পাঠকের মতামত

জামিন বাতিল, মহেশখালীর তোফায়েল হত্যা মামলায় ৭ জন কারাগারে

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা জুলাই অভ্যুথানে নিহত শহীদ তানভীর ছিদ্দিকীর ...

ফেসবুক পোস্ট দিয়ে ছাত্রশক্তি নেত্রীর পদত্যাগ‘জুলাইয়ে থানার বাইক চোরের কাছে অনেক সময় হেরে যাই’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলা শাখার সদ্য ঘোষিত নতুন কমিটি’র ...