ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৫/২০২৫ ৮:৪৭ পিএম

মাত্র ১১ মাসে সম্পূর্ণ কুরআন শরীফ মুখস্থ করেছেন ১০ বছরের শিশু আবদুল্লাহ আল মুনতাসির।

বৃহস্পতিবার রাতে তাকে ফুলেল শুভেচ্ছা ও পাগড়ি পরিয়ে সংবর্ধনা এবং তার শিক্ষক হাফেজ কারি ফয়সাল মাহমুদকে পুরস্কৃত করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

হাফেজ মুনতাসির কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের চারিজানিয়া নেছারিয়া হামিদীয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী এবং ওই ইউনিয়নের পিপড্ডা গ্রামের বাহরাইন প্রবাসী মোহাম্মদ খুরশিদ আলমের ছেলে।

জানা যায়, শিশু মুনতাসির তিন ভাইবোনের মধ্যে সবার ছোট। মা-বাবার ইচ্ছা ছিল ছেলেকে হাফেজ বানানো। ওই লক্ষ্যে ২০২৪ সালের শুরুর দিকে পাশের চারিজানিয়া নেছারিয়া হামিদীয়া হাফিজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগে তাকে ভর্তি করিয়ে দেন। পরে মুনতাসির নাজেরা শেষ করে হিফজ শুরু করে এবং মাত্র ১১ মাসে সম্পূর্ণ কুরআন শরীফ মুখস্থ করে। সন্তানের এমন সাফল্যে খুশি বাবা-মাসহ এলাকাবাসী।

মুনতাসিরের মা কামরুজ্জাহান রুমি বলেন, আমার ছেলের এমন সাফল্যে আমি মুগ্ধ। ছেলেকে বড় আলেম বানানোর স্বপ্ন আমার, সবার কাছে আমার ছেলের জন্য দোয়া চাই।

শিশু হাফেজ আবদুল্লাহ আল মুনতাসির বলেন, মা-বাবা এবং শিক্ষকদের স্বপ্নপূরণ করে বড় আলেম হওয়াই আমার আসল উদ্দেশ্য।

চারিজানিয়া নেছারিয়া হামিদীয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ কারি ফয়সাল মাহমুদ বলেন, আবদুল্লাহ আল মুনতাসির যথেষ্ট মেধাবী এবং পড়ায় মনযোগী। তার পড়ার আগ্রহ দেখে শিক্ষক মেহনত করায় এ সফলতা এসেছে।

পাঠকের মতামত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হলিউড অভিনেতা ইউনিসেফ দূত অরল্যান্ডো ব্লুম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত ও হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম। বুধবার (৫ ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...