প্রকাশিত: ১৯/০৪/২০২২ ১২:৫২ পিএম

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পবিত্র রমজান উপলক্ষ্যে আন্তর্জাতিক দাতা সংস্থা ওব্যাট হেলপারস ইউএসএ এর সহযোগিতায় ১০৫৩ পরিবার কে খাদ্য সহায়তা দিয়েছে প্রান্তিক উন্নয়ন সোসাইটি।

সোমবার (১৮ এপ্রিল) সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর ক্যাম্প ইনচার্জ কার্যালয়ের দরবার হলে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাম্প ইনচার্জ (উপসচিব) মোঃ মাহফুজার রহমান।

এসময় তিনি বলেন, “মানবিকভাবে বিপর্যস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে প্রান্তিকের ধারাবাহিক বিভিন্ন কর্মকাণ্ড প্রশংসনীয়। সরকারী তত্ত্বাবধানে চলমান রোহিঙ্গাদের জরুরি সহায়তা কার্যক্রমে দেশীয় সংস্থাটিও গর্বিত অংশীদার, আশা করছি তাদের পথচলা আরো বেগবান হবে।”

সহায়তা পেয়ে খুশি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আবুল হোসেন (৪৫) বলেন, ” আমার ঘরের সদস্য চার জন। ইফতারে এখন ভালোভাবে খেতে পারব, খুব খুশি হয়েছি খাবারের প্যাকেট পেয়ে।”

প্রসঙ্গত, দাতা সংস্থা ওব্যাট হেলপারস এর পাশাপাশি হিউম্যান কনর্সান ইন্টারশাল, রিফুজি ক্রাইসিস ফাউন্ডেশন, সুসোয়া ভিল, ফ্রেন্ডস অফ হিউম্যানিটি ইন্টারনাশাল এর মতো বহুজাতিক দাতব্য সংস্থার সহযোগিতায় প্রান্তিক উন্নয়ন সোসাইটি স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ১৬০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের বিশেষ এই কার্যক্রম বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে প্রান্তিক উন্নয়ন সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার অরিজিৎ কুমার রায়, প্রোগ্রাম কো অর্ডিনেটর অনিমেষ বিশ্বাস অটল সহ প্রান্তিক ও ক্যাম্প প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...