উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৩/০৭/২০২৫ ৮:৫৭ পিএম , আপডেট: ১৩/০৭/২০২৫ ৯:১৪ পিএম

উখিয়া সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসে স্মার্টফোন ব্যবহার ও বহনের ওপর কড়াকড়ি আরোপ করেছে। কলেজ অধ্যক্ষ মোঃ ইয়াকুব ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেওয়া যাচ্ছে যে ক্যাম্পাসে স্মার্টফোন বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে দেখা যাচ্ছে, অনেক শিক্ষার্থী নিয়মটি অমান্য করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে কোনো শিক্ষার্থীর কাছে স্মার্টফোন পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে। বিষয়টি গুরুতর এবং শিক্ষার্থীদের যথাযথভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, কলেজ প্রশাসন শিক্ষার পরিবেশ সুষ্ঠু ও মনোযোগী রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে।

পাঠকের মতামত