ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৩/২০২৪ ১০:২৭ এএম

কক্সবাজারের সীমান্ত জনপদ উখিয়া-টেকনাফ সংসদীয় আসনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত এমপি শাহীন আক্তার একাধারে রাজনৈতিক পরিবারের কন্যা ও বধূ। বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী ছিলেন শিক্ষাবিদ, রাজনীতিক এবং উখিয়া উপজেলা পরিষদ ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অন্যদিকে তাঁর স্বামী একই আসনে পর পর দুইবারের নির্বাচিত এমপি, টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বদি ও শ্বশুর ছিলেন টেকনাফ উপজেলা ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত এজাহার মিয়া কোম্পানী।

একটি জাতীয় পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাতে কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) এমপি শাহীন আক্তার বলেন, ‘মিয়ানমার সীমান্তবর্তী হওয়ায় আমার সংসদীয় এলাকাটি দেশে-বিদেশে সবচেয়ে বেশি আলোচিত।

একদিকে রোহিঙ্গা ঢল, অন্যদিকে মাদকের চালান নিয়ে সর্বত্র মাতামাতি রয়েছেই।’ তিনি এ প্রসঙ্গে বলেন, ‘দুটি বিষয়ই দেশ ও জাতির জন্য বেশি গুরুত্ব বহন করে। এ কারণে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মিয়ানমার থেকে আসা মাদকের চালান প্রতিরোধে যেমন ভূমিকা রাখতে হচ্ছে, তেমনি রোহিঙ্গা সমস্যা সমাধানেও স্থানীয় এলাকায় নানাভাবে সহযোগিতা করতে হচ্ছে।’
এমপি শাহীন আক্তার জানান, ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে তাঁর স্বামী এই আসনের এমপি থাকাকালে এলাকায় প্রচুর উন্নয়ন হয়েছে।

এ সময় উখিয়া ও টেকনাফ উপজেলার ১১টি ইউনিয়নের রাস্তাঘাটের কোনো কাজ বাকি নেই। ২০১৮ সাল থেকে তিনি (শাহীন আক্তার) একই আসনে এমপি হিসেবে আছেন। এই সময়েও তিনি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। এখন তিনি অগ্রাধিকার ভিত্তিতে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সঙ্গে পর্যটক জাহাজের সরাসরি যাতায়াতের সুবিধার্থে একটি জেটি নির্মাণ করতে চান।
জেটিটি স্থাপন করা হবে মেরিন ড্রাইভের জিরো পয়েন্টসংলগ্ন টেকনাফ অর্থনৈতিক জোন (এক্সক্লুসিভ জোন) এলাকার পার্শ্ববর্তী সাগর পারে। এ ছাড়া সীমান্ত এলাকার যুবকদের মাদক থেকে রক্ষায় খেলাধুলায় মনোনিবেশ করার জন্য উখিয়া ও টেকনাফে দুটি স্টেডিয়াম করারও পরিকল্পনা নিয়ে তিনি কাজ করছেন বলে জানান। সুত্র: কালেরকন্ঠ

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...