প্রকাশিত: ০৯/০৯/২০১৬ ৯:৪৭ পিএম

azizআজিজুল হক ঘুমধুম প্রতিনিধিঃ

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার যোগবুনিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৩৯ বোতল বার্মিজ মদ জব্দ করে। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৫৮ হাজার ৫ শত টাকা। ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রেজু আমতলী বিওপির নায়েব সুবেদার মোঃ আব্দুল জলিরের নেতৃত্বে শুক্রবার ৯ই সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক ইমরান উল্লাহ সরকার অভিযানের তথ্য নিশ্চিত করেন।

পাঠকের মতামত

এমএসএফ হাসপাতাল সরিয়ে নেওয়ার পরিকল্পনা : মানবিক সেবা নাকি নতুন দ্বন্দ্বের সূচনা?

উখিয়া উপজেলার দক্ষিণের গ্রাম গয়ালমারা। এখানেই দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক মানবিক সংস্থা এমএসএফ (Médecins Sans Frontières) ...