প্রকাশিত: ৩০/১০/২০১৯ ৪:৩৫ পিএম

সৎ সাহস ও সদিচ্ছা থাকলে কঠিন কাজেও সফলতা অর্জন সম্ভব, এর প্রমাণ মেলেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা’র সাম্প্রতিক সময়ে জনস্বার্থে কিছু কর্মকাণ্ডে।

সরাইল উপজেলা সদরে প্রধান সড়কের স্থানীয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ের ফুটপাত দীর্ঘ বছর যাবত দখলের পর বিভিন্ন ফল ও মাছের ব্যবসা করে আসছিলেন স্থানীয় কিছু লোক। এতে যানজটে পথচারীদের দূর্ভোগ ছিলো চরমে। বিগত দিনে বিষয়টি নিরসনে উপজেলা আইনশৃংখলা সভায় একাধিকবার আলোচনা ও সিদ্ধান্ত হয়। তবে নানা তদবিরে এখানকার ফুটপাত দখলমুক্ত হয়নি।

সম্প্রতি এব্যস্ততম সড়কের ফুটপাত দখলমুক্ত নিয়ে ফের নানা মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। টানা তিন দিন ইউএনও নিজে এসে এখানকার ফুটপাত খালি করতে ব্যবসায়ীদের মৌখিক নির্দেশ দেন। এতে ব্যবসায়ীরা কর্ণপাত করেননি।

১৯ অক্টোবর সন্ধ্যায় ইউএনও ফারজানা প্রিয়াংকা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এখানকার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ফুটপাত দখলমুক্ত করেন। এসময় ফুটপাত থেকে জব্দ করা বিভিন্ন জাতের ফল স্থানীয় এতিমখানায় দেওয়া হয়। অভিযান পরিচালনার সময়ে মুঠোফোনে কিছু নেতার তদবির এলেও ইউএনও তা আমলে নেননি। মুঠোফোনের কয়েকটি কলও রিসিভ করেননি ইউএনও।

সরাইল উপজেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু বলেন, এখানকার ফুটপাত দখলমুক্ত করে ইউএনও ফারজানা প্রিয়াংকা সাহসিকতার পরিচয় দিয়েছেন। সাধারণ মানুষ তাকে সাধুবাদ জানিয়েছেন। এখানকার ফুটপাত দখল হওয়ায় প্রায়ই যানজট লেগেই থাকতো। এখানে যানজটে আটকাপড়ার কারণে ২০১২ সালে জনপ্রিয় আওয়ামী লীগ নেতা ইকবাল আজাদ প্রতিপক্ষের লোকদের হাতে নৃশংসভাবে খুন হোন।

ইউএনও ফারজানা প্রিয়াংকা সাংবাদিকদের জানান, দখলমুক্ত সেই ফুটপাতে ব্যবসায়ীরা আবার ফলের দোকান বসানোর জন্য অনুমতি চাচ্ছেন। এব্যাপারে তদবিরও আসছে। তবে ইউএনও’র সাফ কথা, ‘ফুটপাত দখল করে কোনো প্রকার ব্যবসার অনুমতি মিলবে না।’

ব্যবসায়ীদের বিকেলে বাজার এলাকায় নির্ধারিত স্থানে বসে ব্যবসার পরামর্শ দিয়েছেন ইউএনও। তবে ব্যবসায়ীরা এতে রাজী না হয়ে ফুটপাতে ব্যবসা করতেই নানা চেষ্টা ও তদবির চালিয়ে যাচ্ছেন।

পাঠকের মতামত

২ বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ, মরদেহ নিয়ে গেল ভারতীয় পুলিশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় খয়খাটপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। পরে তাদের ...

রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহে আইওএমকে প্রধানমন্ত্রীর আহ্বান

নতুন অংশীজন খোঁজার মাধ্যমে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) রোহিঙ্গাদের জন্য আরো তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছেন ...

গ্রামাঞ্চলে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রামাঞ্চলে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ...

মিয়ানমারের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির আশা বাংলাদেশ-গাম্বিয়ার

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার দ্রুত নিষ্পত্তিতে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ ও গাম্বিয়া। ...