প্রকাশিত: ২৯/১১/২০১৭ ৯:০৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:২০ এএম

আঙ্কারা: মুসলমানদের ঐক্য ও মুসলিম বিশ্বের ভবিষ্যত ধ্বংস করে দেয়ার উদ্দেশ্যে নোংরা পরিস্থিতির সৃষ্টির করা হচ্ছে বলে মুসলিম বিশ্বকে সর্তক করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

ইস্তাম্বুলে ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, ‘মুসলিম বিশ্বের ঐক্য, ভবিষ্যত, সাধারণ বোধ, ঐশ্বর্য ধ্বংসের জন্য নোংরা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।’

ওআইসির প্রধান আরো বলেন, ‘সাম্প্রতিক সময়ে ইসলামিক বিশ্ব একটি কঠিন সময় অতিক্রম করছে; যেটিকে এক কথায় ‘শত্রুতার সময়’ হিসেবে অভিহিত করা যায়।’

পশ্চিমারা তাদের সব ধরনের ‘ঐতিহাসিক ব্যাধিসমূহ’ মুসলিম বিশ্বের কাছে রপ্তানি করছে বলে পশ্চিমাদের অভিযুক্ত করেন তিনি।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘সিরিয়ায় গত সাত বছর ধরে চলা নিষ্ঠুরতায় পশ্চিমারা নিশ্চুপ রয়েছে, শরণার্থীদের জন্য তাদের দরজা বন্ধ করে দিয়েছে। তারা মায়ানমারের গণহত্যায় নিন্দা জানাচ্ছে না। এর মধ্য দিয়ে তাদের আসল চেহারা ফুটে ওঠেছে।’

তিনি পশ্চিমা শক্তিসমূহের কাছে মুসলিম দেশগুলোর কোটি কোটি ডলার পরিশোধ করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেন।

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘মুসলিম বিশ্বের মধ্য কৃত্রিম সীমান্ত তৈরির মাধ্যমে আসলে করা উপকৃত হচ্ছে?’

সূত্র: মিডল ইস্ট মনিটর

কুর্দিদের আর অস্ত্র সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র: এরদোগানকে ট্রাম্পের ফোন
সিরিয়ার কুর্দি মিলিশিয়াদের (ওয়াইপিজি) জন্য যুক্তরাষ্ট্র তার অস্ত্র সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলাত কাভাসুগলো। এক টেলিফোনালাপে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে এই প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলাত কাভাসুগলো এই তথ্য জানান।

অস্ত্র সরবরাহ না করার জন্য ইতোমধ্য ট্রাম্প তার প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন বলে কাভাসুগলো জানান।

কুর্দি মিলিশিয়াদেরকে অস্ত্র সরবরাহ ও সমর্থণের জন্য তুরস্ক দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে আসছে।

সংবাদ সম্মেলনে কাভাসুগলো বলেন. ‘ওয়াইপিজি যোদ্ধাদের অস্ত্র অস্ত্রের বিধান সম্পর্কে আমাদের অস্বস্তি ট্রাম্প অনুভব করতে পেরেছেন। ট্রাম্প অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে তিনি ওয়াইপিজি যোদ্ধাদের অস্ত্র সরবরাহ না করার নির্দেশ দিয়েছেন।’

তিনি বলেন, ‘আমরা তার এই প্রতিশ্রুতিকে স্বাগত জানাই এবং বাস্তবে এটির বাস্তবায়ন দেখতে চাই।’

কাভাসুগলো জানান, শুক্রবার তুরস্ক ও যুক্তরাষ্ট্রের দুই নেতার ওই টেলিফোনালাপে ট্রাম্প তার সিদ্ধান্তে অনড় থাকার প্রতিশ্রুতি দেন।

এছাড়াও কাভাসুগলো জানান, সিরিয়া শান্তি আলোচনায় কারা উপস্থিত থাকবে সে বিষয়ে রাশিয়া, ইরান এবং তুরস্ককে যৌথভাবে সিদ্ধান্ত নিতে হবে।

আলোচনায় কুর্দি প্রতিনিধিদের উপস্থিতি আঙ্করার কাছে গ্রহণযোগ্য হবে না বলে তিনি জানান।

এর আগে, ট্রাম্প টুইট করেছিলেন যে তিনি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে এরদোগানের সঙ্গে কথা বলবেন।

তুরস্কের নিষিদ্ধঘোষিত বিদ্রোহী কুর্দিদের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে সিরিয়ার কুর্দি যোদ্ধাদেরকে তুরস্ক সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে থাকে। সিরিয়ার কুর্দি যোদ্ধাদের অস্ত্র সরবরাহে মার্কিন সিদ্ধান্ত ন্যাটোর এই দুই মিত্র রাষ্ট্রের মধ্যে সম্পর্ককে তিক্ততায় পরিনত করেছে।

এদিকে, সুস্পষ্টভাবে ওয়াইপিজি’র নাম উল্লেখ না করে হোয়াইট হাউস জানায়, এর মাধ্যমে সিরিয়ায় তাদের অংশীদারদের জন্য মার্কিন সমর্থন ‘সমন্বয়’ করা হয়েছে।

তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে কুর্দি মিলিশিয়াদের যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ পাটনার হিসেবে দেখে কিন্তু আঙ্কারা গ্রুপটিকে সন্ত্রাসীগোষ্ঠী হিসেবে দেখে থাকে।

পাঠকের মতামত

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...

বৈশ্বিক অনুদান কমায় রোহিঙ্গা শিশুদের পড়ালেখার ক্ষতি হচ্ছে

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিশু শিক্ষার পরিস্থিতি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান ...

যে কারনে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প

এবার ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পাবলিকান আইনপ্রণেতা ...