প্রকাশিত: ২৭/১১/২০১৭ ৭:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:২৭ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::

টেকনাফের শাহপরীরদ্বীপ জামেয়া আহমদিয়া বাহরুল উলুম বড় মাদরাসার প্রধান পরিচালক আলহাজ্ব মাওলানা হোসাইন আহমদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, ২৭ নভেম্বর সোমবার রাত পৌনে দুইটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। মাওলানা হোছাইন আহমদ দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস ও প্রেসার রোগে ভুগছিলেন। রবিবার ২৬ নভেম্বর সন্ধ্যায় আশংকাজনক অবস্থায় তাঁকে টেকনাফ সদর হাসপাতলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

সোমবার ২৭ নভেম্বর দুপুর আড়াইটায় মাদ্রাসা মাঠে নামাজে জানাজা অনুষ্টিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন বড় পুত্র একই মাদ্রাসার জমাতে পঞ্জুমের ছাত্র হাফেজ মসউদ। তাঁর জানাজার নামাজে শোকার্ত মানুষের ঢল নামে। টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি মাওঃ সাইফুল ইসলাম সাইফীর পরিচালনায় অনুষ্টিত নামাজপুর্ব আলোচনায় মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে এবং আতœার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন টেকনাফ পৌর সভার মেয়র প্যানেল-১ মাওঃ মুজিবুর রহমান, সাবরাং দারুল উলুম মাদ্রাসার পরিচালক (মুহতমিম) আলহাজ্ব মাওঃ নুর আহমদ, নয়াপাড়া জামিয়া ফারুকিয়ার প্রতিষ্টাতা পরিচালক (মুহতমিম) আলহাজ্ব মাওঃ মাহবুবুর রহমান মাজাহেরী, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওঃ নুরুল হক, টেকনাফ আল-জামিয়া আল-ইসলামিয়ার সহকারী পরিচালক মাওঃ রফিক, স্থানীয় মেম্বার ফজলুল হক, আলহাজ্ব সোনা আলী, জামাতা মাওঃ রেজাউল করিম, পুত্র হাফেজ মসউদ।

মৃত্যুকালে তিনি ৭ মেয়ে, ৩ ছেলে, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী ও আতœীয়-স্বজন রেখে যান। ১৯৩৩ ইংরেজীতে প্রতিষ্টিত শাহপরীরদ্বীপ জামেয়া আহমদিয়া বাহরুল উলুম বড় মাদরাসার প্রধান পরিচালক (মুহতমিম) হিসাবে ২০০০ ইংরেজী থেকে দায়িত্ব পালন করে আসছিলেন।

পাঠকের মতামত

রামুতে ইয়াবাসহ নারী আটক

কক্সবাজারের রামুতে চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার ২০০ ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার ...

টেকনাফে চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব; আতংকিত না হওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের

জসিম উদ্দিন টিপু,টেকনাফ:: টেকনাফজুড়ে ঘরে ঘরে চিকনগুনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রায় বাড়ী-ঘরে শিশু থেকে ...

নিম্নচাপের প্রভাব: কক্সবাজার সৈকতে ভাঙন, লোকালয়ে জোয়ারের পানি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও সেন্টমার্টিন দ্বীপের কিছু এলাকা ...

সেন্টমার্টিনে খাদ্য সংকট, লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি

তিনদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সবধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিন দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র ...