প্রকাশিত: ২৩/০৯/২০১৬ ২:৫৫ পিএম

ঢাকা: ঈদের ছুটির আগের একটি সরকারি কর্মদিবসে ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বর শনিবার (নিয়মিত সরকারি ছুটির দিন) খোলা থাকছে ব্যাংক-বিমা সরকারি অফিস-আদালত।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর ঈদ-উল আজহার তিন দিনের (১২-১৪ সেপ্টেম্বর) ছুটির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বরকে ছুটি ঘোষণা করেন। তবে তার বদলে ঈদের ছুটির পর নিয়মিত ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়।

সে অনুযায়ী বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৫ সেপ্টেম্বর জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার সরকারি অফিস আদালত খোলা থাকবে।’

এর আগেও গত ৭ জুলাই উদযাপিত ঈদ-উল-ফিতরের আগে ৪ জুলাই একদিন অফিস খোলা থাকায় ওই দিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছিল সরকার। এর পরিবর্তে সাপ্তাহিক ছুটির দিন ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬

পাঠকের মতামত

১০ হাজার বাস রিজার্ভ, জামায়াতের সমাবেশে অংশ নেবে ১০ লাখের বেশি নেতাকর্মী

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এই সমাবেশকে দলের ...

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও মিয়ানমারের মধ্যে যোগাযোগ বাড়াতে নেওয়া কৌশলগত ‘কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প’ ২০২৭ ...

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকা অবরুদ্ধ

বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের ...