প্রকাশিত: ২০/০৬/২০২০ ৭:৩৩ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শনিবার ২০ জুন ২২৪ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৪৯ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। তারমধ্যে কক্সবাজার জেলায় ২৭ জন, ভিন্ন জেলায় ১৯ জন, রোহিঙ্গা শরনার্থী ১ জন ও আগে আক্রান্ত হওয়া পুরাতন ২ জন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ১৭৫ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

শনিবার ২০ জুন ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ২৭ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১৪ জন, উখিয়া উপজেলায় ২ জন, মহেশখালী উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ১ জন, রামু উপজেলায় ৪ জন, পেকুয়া উপজেলায় ১ জন ও কুতুবদিয়া উপজেলায় ৩ জন।
ভিন্ন জেলার মধ্যে বান্দরবান জেলায় ১৮, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ১ জন ও রোহিঙ্গা শরনার্থী ১ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।

এনিয়ে কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৯৯১ জন।

কক্সবাজার জেলায় করোনা রোগী মৃত্যুবরণ করেছেন মোট ৩৫ জন। যারমধ্যে, কক্সবাজার সদর উপজেলায় ১৭ জন, রামু উপজেলায় ১ জন, চাকরিয়া উপজেলায় ৫ জন, মহেশখালী উপজেলায় ১ জন, কুতুবদিয়া উপজেলায় ১ জন, উখিয়া উপজেলায় ৪ জন ও টেকনাফ উপজেলায় ৩ জন।

এদিকে, এ পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯১৭ জন। রামু উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৭১ জন। চকরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৮৫ জন। পেকুয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন। মহেশখালী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭৪ জন। কুতুবদিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৭ জন। টেকনাফ উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৬৯ জন। উখিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৬৯ জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে মোট ১৪৭৬১ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৮২ জন করোনা রোগী।

পাঠকের মতামত

টানা ১০ দিন ঝরবে বৃষ্টি

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ১০ দিন চট্টগ্রামসহ দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকার ...

ভোটার তালিকায় রোহিঙ্গা নিয়ে বেকায়দায় নির্বাচন কমিশন

মিয়ানমারে অত্যাচার-নির্যাতন ও উচ্ছেদের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কক্সবাজার ও নোয়াখালীর কয়েকটি ক্যাম্পে ...

নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী: প্রেস সচিব

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ...