
গতকাল বৃহস্পতিবার রাত থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় অভিযান চালিয়ে বিপুলসংখ্যক অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে ক্রবার সকাল পর্যন্ত সেখান থেকে ৬২টি চায়নিজ রাইফেল, ৪০টি এসএমজি, দুটি রকেট লঞ্চার, পাঁচটি পিস্তল, ২২টি হ্যান্ডগ্রেনেড, ৪৯টি মর্টার শেল, ৪৪টি ম্যাগাজিন, গুলি, ডেটোনেটরসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
সেখানকার একটি বাড়ি ও পাশের লেক থেকে এসব উদ্ধার করা হয়। দুপুর ১২টা পর্যন্ত সেখানে অভিযান চলছিল। মোট আটটি ব্যাগ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। দুপুরে লেকটির পানি সেচের জন্য পাম্প বসানো হয়।
Jeans
এখনই ইনস্টল করুন
DARAZ Online Shopping & Deals
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন আজ শুক্রবার সকালে বলেন, গতকাল বৃহস্পতিবার রাত থেকে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরে অভিযান চালাচ্ছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, ‘৫ নম্বর সেক্টরে একটি লেক রয়েছে। সেখানে বেশ পানি। লেকের পাড়ে রয়েছে গাছ। সেই গাছের সঙ্গে একটি রশি বিচ্ছিন্নভাবে বাঁধা রয়েছে। রশিটি ধরে টান দিতেই প্রথমে একটি বস্তা উঠে আসে। এর পরই আমরা নিশ্চিত হই, সেখানে আরো অস্ত্র রয়েছে। তারপরই অভিযান শুরু হয়। মোট আটটি বস্তা উদ্ধার করা হয়।’
উদ্ধার হওয়া অস্ত্র নিয়ে পরে সাংবাদিকদের ব্রিফ করেন আইজিপি। এ সময় আইজিপি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বিকেলে জেএমবি সন্দেহে শামীম নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, পূর্বাচলের ৩ নম্বর সেক্টরের ব্লু সিটিতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরো দুটি অস্ত্র উদ্ধার করা হয়।’
আজ সকালে ৫ নম্বর সেক্টরে অভিযান চালানো হয়। সেখানেই আটটি ব্যাগে থাকা এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান আইজিপি। তিনি আরো জানান, এসব অস্ত্র আড়াই থেকে তিন মাস আগে এখানে এনে রাখা হয়।
–
পাঠকের মতামত