প্রকাশিত: ০১/০২/২০১৭ ৮:৫০ এএম

এম.বশিরুল আলম,লামাঃ

লামা উপজেলা কানুনগো অফিসের চেইনম্যান জসিম উদ্দিন প্রায় এক যুগ ধরে লামায় চাকুরীরত থেকে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে। জমি-দাতা গ্রহীতাদের থেকে মোটাংকের টাকার বিনিময়ে ফাইল তদবির করার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই কর্মচারীর বিরুদ্ধে লিখিত ও মৌখিক একাধিক অভিযোগ হলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে জানাযায়। উপজেলার সরই ইউনিয়নের বাসিন্দা নুরুল হুদা জানান, প্রায় ৪ বছর আগে এই কর্মচারী একটি মিস কেইচ ফাইলের কাজ করার শর্তে ১০ হাজার টাকা, ৩০৫নং গজালিয়া মৌজার বাসিন্দা ছাথোয়াই মার্মার কাছ থেকে ৩ বছর পূর্বে ৭ হাজার টাকা, ৩০৭ নং মৌজার বাসিন্দা মোহাম্মদ আলীর কাছ থেকে ২ বছর পূর্বে ৮ হাজার টাকা, আজিজ নগরের বাসিন্দা প্রতিবন্দি মো.শিব্বিরের কাছ থেকে ৬ বছর পূর্বে ৮ হাজার টাকা গ্রহন করে অদ্যবদি তাদের কোন কাজ করে দিতে পারেনি। ইতোপূর্বে অভিযোগকারীরা লামা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জসিম উদ্দিনের দুর্নীতির বিষয়ে জানালে নির্বাহী কর্মকর্তার কাছ থেকে কোন সদুত্তোর না পেয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন। এদিকে চেইনম্যান জসিম উদ্দিন দাবী করেন, অভিযোগকারী এসব লোকজনকে সে চিনেনা এবং তাদের সাথে কোন লেনদেন হয়নি।

উক্ত চেইনম্যানের বেপরোয়া আচরণে অতিষ্ট ভুক্তিভোগিরা কর্তৃপক্ষের হস্তক্ষেপসহ প্রতিকার দাবী করেছেন।

পাঠকের মতামত

জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা কিশোর

আওয়ামী লীগ স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে কক্সবাজারে নিহত রোহিঙ্গা কিশোর নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি ...

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...