উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১/০৮/২০২২ ২:৩৯ পিএম

চলচ্চিত্রের দুরাবস্থার কারণে একের পর এক সিনেমা হলে বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হতে হতে এখন হাতে গোনা কয়েকটি সিনেমা হল টিকে আছে। বেশিরভাগ সিনেমা হল এখন গোডাউন কিংবা গ্যারেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

তবে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে অবস্থিত লাকি সিনেমা হলে এখন মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে সিনেমা হলটি পরিত্যক্ত অবস্থায় ছিল। মাওলানা মোহাম্মদ মকবুল হোসেন মালিকপক্ষের সঙ্গে কথা বলে মাদরাসা প্রতিষ্ঠার অনুমতি চাইলে তারা রাজি হন। ফলে একসময়ের ‘লাকি সিনেমা হল’ হয়ে যায় ‘দারুজান্নাত ক্যাডেট মাদরাসা’।

বর্তমানে মাওলানা মকবুল হোসেন মাদরাসাটির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘আসা-যাওয়ার পথে দেখতাম সিনেমা হলটি বন্ধ অবস্থায় আছে। ২০১৯ সালের জুলাইতে মালিকের সঙ্গে কথা বলি। তার কাছে পরিত্যক্ত সিনেমা হলটিকে মাদরাসায় পরিণত করার অনুমতি চান। তিনি রাজি হন। ওই বছরের ডিসেম্বরে আমরা ক্লাস শুরু করি। এখন মাদরাসায় এক শ ২০ জন শিক্ষার্থী আছে।’

সিনেমা হল ভেঙে মাদরাসা হওয়ায় খুশি স্থানীয়রা। মো. শরিফুল ইসলাম নামে স্থানীয় বাসিন্দা বলেন, ‘সিনেমা হলে আগে অশ্লীল সিনেমা দেখানো হতো। অসামাজিক কাজ হতো। এখন এটাকে মাদরাসা করা হয়েছে। সিনেমা হলের জায়গায় সেখানে মাদরাসা করা হয়েছে, এর থেকে আর বেশি চাওয়ার কিছু নেই। আমরা এলাকাবাসীরা অনেক খুশি।’

এনায়েত মিয়া নামে আরও এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘যখন সিনেমা হল ছিল, তখন এখানে আমরা আসতাম না। এখন মাদরাসা হওয়ায় আসছি। সামাজিকভাবে এটি ভালো প্রভাব ফেলবে। আগে গজব নাযিল হতো, এখন এখানে আল্লাহর রহমত নাযিল হচ্ছে।’

প্রয়াত জুবায়ের আলম লাকী সিনেমা হল প্রতিষ্ঠা করেন। তিনি প্রিন্টিং ব্যবসায়ী ছিলেন। লোকসানের মুখে একটা সময় সিনেমা হলটি বন্ধ করে দেওয়া হয়।

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...