প্রকাশিত: ০৯/০৫/২০১৮ ৬:৫৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৯ এএম

কায়সার হামিদ মানিক,উখিয়া::
রোহিঙ্গা শিশুরাও বিশ্বের নামকরা ফুটবলার হতে চায়। তারাও মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিংবা নেইমারের মতো বিশ্ব তারকা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছে। সুবিধা বঞ্চিত হাজার হাজার রোহিঙ্গা শিশু-কিশোরদের ফুটবল মাঠে ফেরাতে এগিয়ে আসছে এশিয়ান ফুটবল কাউন্সিল(এএফসি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু বাঁধা ফুটবল খেলার প্রধান অনুসঙ্গ মাঠ।
৮ মে এশিয়ান ফুটবল কাউন্সিল(এএফসি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উখিয়াস্থ কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলটির সদস্যরা এসময় রোহিঙ্গা শিশুদের ফুটবলের প্রবল আগ্রহের কথা খুবই মনোযোগ দিয়ে শুনেন।
এ সময় রোহিঙ্গা শিশু কালাম, আনিস ও ওসমানসহ উপস্থিত প্রায় শতাধিক শিশু থেকে জানতে চাওয়া হয় তারা ফুটবল খেলতে ভালবাসে কিনা। উত্তরে তারা বলে- তারা সবাই এক সময় তাদের দেশ মিয়ানমারের খোলা মাঠে ফুটবল খেলতো। জীবন বাঁচার তাগিদে বাংলাদেশ পালিয়ে এসে ফুটবলে লাথি মারাও ভুলতে বসেছে। সুযোগ পেলে তারা প্রতিদিন ফুটবল খেলবে।
পরিদর্শন শেষে তাৎক্ষণিক এক সংবাদ ব্রিফিংয়ে এএফসি প্রেসিডেন্টের উপদেষ্টা ডেভিড মাইকেল বুরজা বলেন- ফুটবল হচ্ছে একটি বিশাল শক্তি। ফুটবলের সাইড ভিউ থেকে সুবিধা বঞ্চিত রোহিঙ্গা শিশুদের মাঝে ফুটবল ছড়িয়ে দেয়ার পাশাপাশি এডুকেশন ও হেলদি লাইফ নিয়ে কাজ করতে আগ্রহী এএফসি। এক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন কে সাথে পাবো বলে আশা করছি।
পরিদর্শক দলের সদস্য এএফসি সোস্যাল রেসপনসেবিলিটির প্রধান ডাঃ আনাতোলি রঙ্গনাথন বলেন- স্পোর্টস মানবিকতাকে পাশ কাটতে পারে না। এশিয়ার ৪৭টি দেশের সংগঠন এএফসি রোহিঙ্গা শিশু-কিশোরদের ফুটবলে সুবিধা দিতে চায়। তাদের মাঝে ফুটবল, জার্সি, ফিড দেয়ার কথা ভাবছে এএফসি। বিষয়টি নিয়ে আমরা ইউএনএইচসিআর ও রেডক্রস এর মত রোহিঙ্গা ক্যাম্পে কাজ করা আর্ন্তজাতিক সংস্থা গুলোর অভিজ্ঞতা কে কাজে লাগাব। বাফুফে জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আবু নাঈম সোহাগ বলেন- এএফসির মানবিক প্রস্তাবে প্রাথমিক ভাবে আমরা সাইড ভিজিট করবো। তারপর কঠিন কাজটি কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করবো। আশা করি জনপ্রিয় ফুটবলের শক্তির জায়গা থেকে আমরা রোহিঙ্গা শিশু-কিশোদের মুখে হাসি ফুটাতে পারবো। পাশাপাশি রোহিঙ্গা চাপে ক্ষতিগ্রস্থ স্থানীয় কমিউনিটির সুবিধা নিয়েও আমরা যৌথভাবে কাজ করতে নীতিগত সম্মত হয়েছি।
এদিকে প্রতিনিধি দলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বাফুফে সদস্য বিজন বড়–য়া, কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী, সহ-সভাপতি আব্দুলাহ আল মামুন শাহীন, কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান ফরহাদ ও । এদিকে এর আগে সকাল ৯ টায় প্রতিনিধি দলটির সদস্যরা বিশেষ বিমানযোগে কক্সাবাজার বিমান বন্দরে উপস্থিত হন। পরে সড়ক পথে রোহিঙ্গা ক্যাম্পে যান। বিকেল ৪টায় বিমানযোগে প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।

পাঠকের মতামত

আজ পহেলা বৈশাখ

আজ রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩১ ...

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত রুমা,রোয়াংছড়ি ও থানচি এলাকায় পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করছে বান্দরবান জেলা প্রশাসন। ...

বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মোঃ ...