প্রকাশিত: ২২/০৫/২০১৮ ৫:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৬ এএম

জসিম মাহমুদ,টেকনাফ

ইউনিসেফের শুভেচ্ছা দূত ও বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া দ্বিতীয় দিনের মতো টেকনাফ সফর করেছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে ইনানী রয়েল টিউলিপ হোটেল থেকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে প্রিয়াঙ্কা চোপড়া টেকনাফ সীমান্তের হাড়িয়াখালি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।

এরপর তিনি পায়ে হেঁটে পরিদর্শন করেন শাহপরীর দ্বীপের ভাঙ্গা নামক স্থান। যেখান দিয়ে রোহিঙ্গা শিশুরা বাংলাদেশে পালিয়ে আসে। সেখানে কয়েকজন রোহিঙ্গা শিশুর সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা। এসময় তাদের সাথে কুশল বিনিময় করেন এবং ছবি তোলেন।

এ সময় নিরাপত্তার কড়াকড়ি দেখে বিরক্ত হন প্রিয়াঙ্কা চোপড়া। ‘প্লিজ, আমার জন্য এত নিরাপত্তার প্রয়োজন নেই। একটা গাড়ি থাকলেই চলবে’- পুলিশকে বললেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখান থেকে গাড়িতে করে সকাল ১০টার সময় টেকনাফের নেটং (উঠনি) পাহাড়ের উদ্দেশে রওনা হন তিনি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, প্রিয়াঙ্কা চোপড়া সকালে টেকনাফ সীমান্তের হাড়িয়াখালীর ভাঙ্গা এলাকা পরির্দশন করেছেন। হঠাৎ করে তার সফরসূচিতে পরিবর্তন আনা হয়েছে। হাড়িয়াখালী ক্যাম্প পরিদর্শন শেষে লেদা ও হোয়াইক্যং উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার কথা থাকলেও পরে সেটি বাতিল করা হয়।

এছাড়াও প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন পুলিশ পরির্দশক রাজু আহমেদ ও  ইউনিসেফের কর্মকর্তারা। পরে প্রিয়াঙ্কাকে নিয়ে ইউনিসেফের গাড়িবহর উখিয়ার বালুখালীতে স্থাপিত অস্থায়ী রোহিঙ্গা শিবিরের দিকে রওনা হয়।

গতকাল সোমবার টেকনাফের শামলাপুর অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প ও ইউনিসেফ পরিচালিত হাসপাতাল পরিদর্শন করেন প্রিয়াঙ্কা চোপড়া।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...