উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/১০/২০২২ ২:৪৯ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার জান্তা সরকার চীনকে চিঠি দিয়ে ঢাকার কাছে সাক্ষাতের সময় চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সংক্রান্ত নেইপিদোর বার্তা চীন শিগগিরই ঢাকাকে পৌঁছে দেবে বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। তবে, এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো আলাপ হয়নি বলেও জানান।

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং জানান, তারা নেইপিদো থেকে চিঠি পেয়েছেন। এরপর তিনি এ বিষয়ে আলাপ করতে ঢাকার কাছে সময় চান। পররাষ্ট্র মন্ত্রণালয়ও আলোচনার জন্য সময় দিয়েছে।

পাঠকের মতামত

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে

উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হচ্ছে। এছাড়া পুলিশের উচ্চ পদেও রদবদলের সিদ্ধান্ত হয়েছে। আজই ...

নিরাপত্তা নিশ্চিতে গানম্যান পেলেন নাহিদ-সারজিস-হাসনাত-জারা

চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে যু্ক্ত থাকা ব্যক্তিত্ব, সমন্বয়ক, সংসদ-সদস্য প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ...