প্রকাশিত: ২১/০৯/২০১৮ ১০:৫৪ পিএম

ডেস্ক রিপোর্ট ::
রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ঘটনায় কোনো অগ্রগতি না হলে আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা সব ধরনের উপায় অবলম্বন করব।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে সরাসরি একথা জানিয়ে আরো বলেন, রোহিঙ্গা সংকটে বিশ্ব নিশ্চুপ হয়ে বসে থাকবে না। এটা মিয়ানমারের জানা উচিত।

মিয়ানমার জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। একইসঙ্গে আইসিসি’র বিচারের এখতিয়ারকে অস্বীকার করেছে। তারা রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ঘটনায় স্বাধীন কমিশন গঠন করেছে।

গতকাল বৃহস্পতিবার নেপিদো’তে মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। তারা ১৫ মিনিট একান্তে বৈঠক করেন। এর আগে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে রাখাইন পরিদর্শনে যান ব্রিটিশ মন্ত্রী। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে বুধবার মিয়ানমার পৌঁছান।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, রয়টার্সের দুই সাংবাদিকের সাজার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন জেরেমি হান্ট। এ সময় সু চি বিষয়টি দেখবেন বলে জানান।

এদিকে এক টুইট বার্তায় জেরেমি হান্ট বলেছেন, রোহিঙ্গাদের নিপীড়নের অপরাধে দোষীদের নিজ দেশে বিচার না হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো। এক্ষেত্রে নিরাপত্তা পরিষদের সমর্থন দরকার। তাদের কাছ থেকে এই পদক্ষেপ না আসলে অন্য উপায়গুলো আমাদের খতিয়ে দেখতে হবে।

অন্যদিকে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করায় মিয়ানমারের শীর্ষ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছেন তুরস্কের একজন আইনজীবী। আইনজীবী হাসান বজদাস মিয়ানমারের উচ্চ পদস্থ ২২ কর্মকর্তার বিরুদ্ধে আঙ্কারা চিফ পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ জমা দেন।

সূত্র : বার্তা সংস্থা এএফপি

পাঠকের মতামত

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...