প্রকাশিত: ১৮/০৪/২০২২ ১১:০১ এএম

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের নির্বিচারে গণহত্যার স্বীকার হয়ে উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরনার্থী শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত (অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ) রাশাদ হোসাইন কক্সবাজারে আসছেন।

রোববার তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। চারদিনের এ সফরে তিনি মন্ত্রী, সচিব, নাগরিক সমাজের প্রতিনিধি ও সরকারের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ধর্মীয় স্বাধীনতাবিষয়ক মার্কিন বিশেষ দূত তার এ সফরের অংশ হিসেবে কক্সবাজারে রোহিঙ্গাদের পরিস্থিতি পরিদর্শন করবেন। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমান জনগোষ্ঠীর ওপর নিপীড়নকে যুক্তরাষ্ট্র গত মাসে জেনোসাইড ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, বৈশ্বিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ে মার্কিন নীতি প্রণয়নে প্রেসিডেন্টকে পরামর্শ দিয়ে থাকেন তার বিশেষ দূত। বিশ্বব্যাপী ধর্মীয় স্বাধীনতার অপব্যবহার, নিপীড়ন এবং বৈষম্য নিরীক্ষণে মার্কিন প্রশাসনে বিদ্যমান ম্যাকানিজমে নেতৃত্ব দেন রাশাদ হোসাইন।

এসব উদ্বেগ নিরসনে গৃহীত কর্মসূচির তত্ত্বাবধান এবং বিশ্বময় ছড়িয়ে থাকা ধর্ম-বিশ্বাসের লোকজনের ন্যায়সঙ্গত এবং অর্থপূর্ণ অন্তর্ভুক্তিতে কাজ করেন রাশাদ। পাশাপাশি নাগরিক সমাজে বিস্তৃত পরিসরে বৈচিত্র্যময় এবং গতিশীল অংশীদারিত্ব গড়ার প্রয়াসও চালান।

মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হওয়ার আগে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের অংশীদারিত্ব এবং গ্লোবাল এনগেজমেন্ট ডিরেক্টরেটের পরিচালক ছিলেন। সেখানে দীর্ঘ সময় তিনি সিনিয়র কাউন্সেল হিসেবে কাজ করেছেন। তারও আগে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনে (ওআইসি) ওবামা প্রশাসনের প্রতিনিধিত্ব করেন হোসাইন। কৌশলগত সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং হোয়াইট হাউসের ডেপুটি অ্যাসোসিয়েট কাউন্সিলর হিসেবেও হোসাইন দায়িত্ব পালন করেছেন।

পাঠকের মতামত

উখিয়ায় বাল্যবিবাহ বন্ধে শিশু সুরক্ষা আইন বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

উখিয়ায় বাল্য বিবাহের হার কমিয়ে আনতে শিশু সুরক্ষা আইন বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ...

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক চেয়ারম্যানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রামু উপজেলার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক-এর দাফন সম্পন্ন হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়। ...