প্রকাশিত: ২৫/০৩/২০২০ ৮:৩২ এএম

ইমরান আল মাহমুদ,উখিয়া::
রোহিঙ্গা ক্যাম্প কার্যক্রম বন্ধে বাড়ি ফিরছে চাকুরিজীবীরা।মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্পের জরুরী সেবা ছাড়া সব কার্যক্রম স্থগিত করার ঘোষণা করা হয়।করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসমাগম বন্ধ সহ সার্বিক বিষয় বিবেচনা করে রোহিঙ্গা ক্যাম্পের জরুরী সেবা ব্যতীত সব কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়।
ফলে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে ক্যাম্পের চাকুরিজীবীরা।উখিয়ার বিভিন্ন স্টেশনে সরেজমিন দেখা যায়,দূরপাল্লার গাড়ির কাউন্টারে ভিড় জমাচ্ছেন এসব বাড়ি ফিরে যাওয়া চাকুরিজীবীরা।
তবে দূরপাল্লার গণপরিবহণও বন্ধের জন্য সিদ্ধান্ত নিচ্ছে সরকার।যা শীঘ্রই বন্ধের ঘোষণা আসবে বলে বিভিন্ন বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
তবে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরতদের মধ্যে দেশের দূর দূরান্তের শত শত চাকুরিজীবী রয়েছে।তারা নিজগ্রামে ফিরতে ভিড় জমাচ্ছেন কাউন্টারগুলোতে।
মঙ্গলবার সন্ধ্যায় কোটবাজার স্টেশনে সরেজমিন দেখা যায়,প্রায় সবকটি দুরপাল্লার গাড়ির কাউন্টারে টিকেট হাতে নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছেন তারা।অনেকেই চাহিতামতো টিকেট পাচ্ছেন না।
তবে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় জরুরী দোকান ছাড়া সব দোকান বন্ধ রাখার ঘোষণা প্রদান করা হয়।জনসমাগম বন্ধে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন ও উখিয়া থানা পুলিশের টহল দল।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মানুষকে সতর্ক থেকে চলাফেরা করা সহ বিভিন্ন সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়েছে।

পাঠকের মতামত

গদি নেই তবু সাবেক এমপি বদি!

আবদুর রহমান বদি। কক্সবাজার-৪ আসনের প্রভাবশালী সংসদ সদস্য ছিলেন, তাও আবার ক্ষমতাসীন দলের টিকিটে। মাদক ...

মিয়ানমারে সশস্ত্র লড়াই: আরাকান আর্মির কাছে গুরুত্বহীন রোহিঙ্গারা

মিয়ানমারে জান্তা বাহিনীর নির্যাতনের অবসান ঘটিয়ে নিজেদের জাতিসত্তার স্বীকৃতি আদায় এবং রাখাইন রাজ্যে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার ...