ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০২/২০২৫ ১২:১২ পিএম

কক্সবাজারে ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের উন্নত ফোরজি সেবা দিতে চায় টেলিটক। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নেটওয়ার্ক সম্প্রসারণের একটি প্রকল্প হাতে নিয়েছে রাষ্ট্রীয় অপারেটরটি। যা চূড়ান্ত অনুমোদনের জন্য এখন টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে রয়েছে। শুধু নেটওয়ার্ক স্থাপন নয়; রোহিঙ্গাদের কাছে সিম বিক্রির অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনও করেছে টেলিটক।

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা প্রায় ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস করছে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৩টি ক্যাম্পে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব ক্যাম্পে প্রায় সাড়ে তিন লাখ মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছে। হ্যান্ডসেটগুলো একই সঙ্গে মিয়ানমার এবং স্থানীয়দের যোগসাজশে নেয়া দেশীয় অপারেটরদের সিম ব্যবহার হচ্ছে।

এ অবস্থায় ‘কক্সবাজার জেলায় রোহিঙ্গা ক্যাম্পগুলোর অভ্যন্তরে ও পার্শ্ববর্তী সংযোগ সড়কগুলোতে নিরবচ্ছিন্ন কভারেজ দেয়ার জন্য ফোরজি মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ ‘শীর্ষক প্রকল্প হাতে নিয়েছে টেলিটক। যার আওতায় উখিয়া ও টেকনাফের কুতুপালং, হাকিমপাড়া, জামতলি, উনচিপ্রাং, সামলাপুর, চাকমারকুল, লেদা এলাকায় ৩৩টি টাওয়ার নির্মাণ করা হবে। ১২ মাস মেয়াদি এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। যা আসবে সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে।

টেলিটক সূত্র বলছে, নেটওয়ার্ক সম্প্রসারণের প্রকল্পটি অনুমোদনের জন্য এরই মধ্যে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে প্রকল্প অনুমোদনের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিবন্ধনের মাধ্যমে রোহিঙ্গাদের কাছে সিম বিক্রির অনুমতি নিতে বলেছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

অনুমতি চেয়ে গত বছরের ১৯ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে টেলিটক। তবে এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি অপারেটরটি।

বিটিআরসি বলছে, সীমান্ত এলাকায় টাওয়ার স্থাপনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা অনুসরণ করতে হবে টেলিটককে। বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, রোহিঙ্গাদের পরিচয়পত্র নেই। পরিচয়পত্র ছাড়া কীভাবে নেটওয়ার্ক সেবা ও সিম দেয়া হবে সে বিষয়ে সরকার সিদ্ধান্ত দেবে। সিদ্ধান্ত পেলেই কেবল এটি বাস্তবায়ন সম্ভব।

প্রকল্প বাস্তবায়ন হলে অন্য অপারেটরাও টাওয়ারগুলো শেয়ার করতে পারবে বলে জানিয়েছে টেলিটক। সুত্র: সময় টিভি

পাঠকের মতামত

টেকনাফের কচ্ছপিয়া উপকুল; মালয়েশিয়ায় পাচারের নিরাপদ রুট

টেকনাফের কচ্ছপিয়া উপকুলের বঙ্গোপসাগর দিয়ে মালয়েশিয়ায় মানবপাচারের ঘটনা ঘটছে। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বঙ্গোপসারের ওই ...

হোটেল-মোটেল থেকে অর্থ সংগ্রহ করে লাইফ গার্ড নিয়োগের নির্দেশ

তহবিল সংকটের কারণে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের প্রাণ রক্ষায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সি-সেফ লাইফগার্ডের কার্যক্রম আগামী ...

সিন্ডিকেটের কব্জায় কক্সবাজার সৈকত, চলছে দখলযজ্ঞের মহোৎসব

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার—যা একদিকে প্রকৃতির অমূল্য দান, অন্যদিকে কোটি দেশি-বিদেশি পর্যটকের প্রিয় গন্তব্য। ...

বিতর্কিত মন্তব্যে আলোচিত মুফতি আমীর হামজা কক্সবাজারে: সতর্ক করলো জামায়াত

 বিতর্কিত মন্তব্যের কারণে আলোচিত ইসলামী বক্তা মাওলানা মুফতি আমির হামজা’কে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ...