সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ১০:১৩ পিএম

এলাকায় যারা স্থানীয় যুবক ভাইয়েরা রয়েছেন, যারা উপযুক্ত শিক্ষিত, যারা চাকরি করার যোগ্যতা অর্জন করেছেন । অনেক এনজিও দেখলাম অভিজ্ঞতার দোহাই দেয়। রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করতে স্থানীয়দের কিসের অভিজ্ঞতা। কিসের অভিজ্ঞতা চায় এনজিওগুলো। এ প্রশ্ন তুলেছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

উখিয়া উপজেলার পালংখালী অধিকার বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার দুপুরে বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির চৌধুরী আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন কাজে অভিজ্ঞতার কোন প্রয়োজন দেখিনা।
তিনি স্থানীয় যুব সমাজকে আশ্বস্ত করে বলেন,আল্লাহ যদি সহায় হোন আগামীতে আপনাদের যেকোনো দাবীর ব্যাপারে আমার ভূমিকা থাকবে সর্বাগ্রে। প্রয়োজনে এনজিও গুলোকে আমরা বাধ্য করবো।

আমি কথা দিচ্ছি উখিয়া অধিকার বাস্তবায়ন পরিষদের যেকোনো যৌক্তিক দাবির সাথে আমি থাকবো।

অধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন
বিশেষ অতিথি পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজল কাদের চৌধুরী ভূট্রো, উখিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আলী আহমদ, রাজাপালং ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন,
পালংখালী ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম রাজা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন, সিনিযর সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, উখিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

পাঠকের মতামত

উখিয়ায় ভাড়া বাসা থেকে অবৈধভাবে ক্যাম্পের বাইরে থাকা ১৮ রোহিঙ্গা আটক

কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় বিভিন্ন ভাড়া বাসায় বিশেষ অভিযান ...

কক্সবাজার-৪ : বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফন-মশাল মিছিল

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ...

উখিয়া টেকনাফে জামায়াতের জয় নিশ্চিত- মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, উখিয়া-টেকনাফ আসনে জামায়াত ইনশাআল্লাহ জয়ী ...