মোঃ আরাফাত সানি, টেকনাফ প্রতিনিধি।
প্রকাশিত: ১৮/০৯/২০২২ ৪:৩৯ পিএম , আপডেট: ১৮/০৯/২০২২ ৪:৫৯ পিএম

কক্সবাজারের টেকনাফের নয়া পাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রতিপক্ষ সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের হামলায় মোঃ ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাত ৫ টার দিকে উপজেলার হ্নীলা ইউপিস্থ নয়া পাড়া ২৬ নং রেজিস্ট্রার ক্যাম্প এর বি- ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ইলিয়াসের ছেলে মোঃ রুবেল জানান, আজ ভোর রাত ৪ টার দিকে ১০/১২ অস্ত্রধারী সন্ত্রাসী আমাদের ঘরে ঢুকে মা-ভাইকে বেধড়ক মারধর করে টাকা ও স্বর্ণালংকার নেওয়ার পর আমার বাবাকে পিঠিয় হত্যা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

বরিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আমরা নিহতের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।

যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের সঙ্গে নিহত ইলিয়াসের শত্রুতা ছিল। নিজেদের ভেতর অভ্যন্তরীণ কোন্দল এবং সেই সালমান শাহ গ্রুপের সদস্য ছিল। এর জেরে ক্যাম্পের প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপ দাড়ালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ময়না তদন্তের পর ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা রুজু করে আইগত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

উখিয়া টেকনাফে জামায়াতের জয় নিশ্চিত- মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, উখিয়া-টেকনাফ আসনে জামায়াত ইনশাআল্লাহ জয়ী ...

সোনাদিয়া দ্বীপের হারানো জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প

জীববৈচিত্র্যে ভরপুর কিন্তু এখন বিপর্যস্ত সোনাদিয়া দ্বীপের পরিবেশ পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প ...

দাঁড়িপাল্লা জিতলে আপনি জিতবেন, বাংলাদেশ জিতবে – মুহাম্মদ শাহজাহান

আগামীর নির্বাচনকে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক মহাযজ্ঞ আখ্যায়িত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ...