প্রকাশিত: ২৯/০৮/২০১৭ ৩:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৪ পিএম

জসিম উদ্দিন টিপু,টেকনাফ::
রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তা করায় হ্নীলা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক জাদীমুরা নয়াপাড়া এলাকার নুর হোসেন প্রকাশ নাগু মিয়ার পুত্র সলিমকে অর্থ দন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ২৯ আগষ্ট মঙ্গলবার টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদ হোসেন ছিদ্দিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমানে আদালতে তাকে এই দন্ড প্রদান করা হয়। রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তা করার অপরাধে যুবদল নেতা সলিমকে টেকনাফ থানা পুলিশের সহযোগীতায় আটক করা হয়। এদিকে শারীরিক অসুস্থতার কারণে মানবিক বিবেচনায় অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খাঁন জানান, পা ভাঙ্গা এবং কানে রোগ থাকায় দালাল সলিমকে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড দিয়েছেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক জানান, রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তা করার অপরাধে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় সলিমকে কেবল অর্থদন্ড দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

একরাম হত্যা মামলায় বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল হককে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ ...

টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হত্যা মামলায় বদিকে গ্রেপ্তার দেখানো হলো

সাত বছর আগে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ...