প্রকাশিত: ০৩/০৮/২০১৭ ২:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪৬ পিএম
ওআইসি মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ

ডেস্ক রিপোর্ট ::

ওআইসি মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ

মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্সের (ওআইসি) মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-অথাইমিন।

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রণালয় কার্যালয়ে মন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

ওআইসির মহাসচিব বলেন, ‘বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলো মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। সামনের দিনগুলোতে কিভাবে অগ্রসর হওয়া যায় সে বিষয়ে তিনি মিয়ানমারকে একটি রোডম্যাপ বা প্রোগ্রাম দেওয়ার কথাও বলেন।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের সমস্যা না, এটি গোটা মুসলিম বিশ্বের সমস্যা। তাই তাদেরকে শুধু মানবিক সাহায্য নয়, তাদের রাজনৈতিক সমস্যা সমাধানের জন্যও আমাদের কাজ করতে হবে।’

ইউসেফ বিন আহমাদ আল-অথাইমিন বলেন, ‘রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে হবে কারণ তাদের দেশ মিয়ানমার। আমরা এটি সমর্থন করি।’

এ সময় ওআইসির মহাসচিব জাতিসংঘকে একাধিক প্রতিনিধিদল মিয়ানমারে পাঠানোর জন্য ধন্যবাদ দেন এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য পৃথক দ্বীপের ব্যবস্থা করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘এটি একটি ভালো উদ্যোগ। এ দ্বীপে সব ধরনের নাগরিক সুবিধা থাকবে।’

ওআইসি মহাসচিব বলেন, ‘এ প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য আমি সব আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাকে আহ্বান জানাচ্ছি।’

সন্ত্রাসবাদ বিষয়ে তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশেও সন্ত্রাসের ঘঠনা ঘটছে এবং ওআইসি বাংলাদেশের পাশে আছে।’

উল্লেখ্য, ইউসেফ বিন আহমাদ আল-অথাইমিন বুধবার চারদিনের সফরে ঢাকায় আসেন। নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম ঢাকা সফর। ঢাকায় তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিনে দেখার জন্য এবং তাদের সঙ্গে ওআইসি’রর একাত্বতা প্রদর্শনের জন্য তিনি কুতুপালং ক্যাম্প ও কক্সবাজারের আশে পাশের অঞ্চল ঘুরে দেখবেন বলে আশা করা যাচ্ছে।

পাঠকের মতামত

কঠোর নির্দেশনার পরও মন্ত্রী-এমপিদের স্বজনরা ছাড়ছে না ভোটের মাঠ

সরকারদলীয় এমপি-মন্ত্রীদের সন্তান, পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের আসন্ন উপজেলা নির্বাচনে অংশ না নিতে কঠোর নির্দেশনা ...