প্রকাশিত: ২৮/০৩/২০২২ ১০:৩৮ পিএম

রোহিঙ্গাদের তহবিল সংগ্রহের জন্য যৌথ রেসপন্স প্ল্যান উদ্বোধন করা হবে মঙ্গলবার (২৯ মার্চ)। জেনেভার ওই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ভার্চুয়ালি যোগ দেবেন। এছাড়া জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধানও এতে উপস্থিত থাকবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রতিবছর এই তহবিল সংগ্রহ করা হয় এবং মঙ্গলবারের অনুষ্ঠানে ২০২২ সালের জন্য তহবিল সংগ্রহ করা হবে।

তিনি বলেন, এবছর ৮৮ কোটি ডলার তহবিলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর যা ছিল ৯৫ কোটি ডলার। এর মধ্যে ৬৫ শতাংশ অর্থ জোগাড় করা সম্ভবও হয়েছিল।

এই অর্থ প্রায় ১০ লাখ রোহিঙ্গা ও স্থানীয় জনগণের পেছনে ব্যয় করা হবে।

পাঠকের মতামত

মিয়ানমারে জান্তাবিরোধী সশস্ত্র যুদ্ধ থেকে পিছু হটল প্রভাবশালী গোষ্ঠী

মিয়ানমারের জান্তাবিরোধী যুদ্ধে সবচেয়ে বড় সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি ইউনাইটেড ওয়া স্টেট আর্মি (ইউডব্লিউএসএ)। গত কয়েক ...

মিয়ানমার সামরিক বাহিনীর নির্বাচন পরিকল্পনায় ভারতের সমর্থন

ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা মিয়ানমারের সাধারণ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ভারত, মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সোমবার ...