প্রকাশিত: ১৯/০৮/২০১৬ ৯:২১ পিএম , আপডেট: ১৯/০৮/২০১৬ ৯:২২ পিএম

150618_1রিয়াদ: হোসেন মোহাম্মদ তাহির নামের ৫ বছর বয়সী জন্মান্ধ একটি শিশু বিষ্ময়কর এক কীর্তির জন্ম দিয়েছে। সে রেডিওতে তেলাওয়াত শুনেই কোরআন মুখস্ত করতে সক্ষম হয়েছে।

মিয়ানমারে জন্ম নেয়া শিশুটি যখন জেদ্দায় তার বাবার নিকট আসে তখন থেকে এই গল্পের শুরু। জন্মান্ধ হওয়ার দরুণ টেলিভিশন দেখতে না পারায় তার বাবা তাকে একটি রেডিও কিনে দেন।

ছেলেটির বাবা মোহাম্মদ তাহির জানান, রেডিও কিনে দেয়ার পর তিনি এমন একটি চ্যানেলে ফ্রিকোয়েন্সি সেট করেন যেখানে ২৪ ঘণ্টা কোরআন তেলাওয়াত শোনানো হয়।

তিনি বলেন, ‘আমি কল্পনাও করিনি এই রেডিওটির কারণে আমার সন্তানটি কোরআনের হাফেজে পরিণত হতে যাচ্ছে’। ৩ বছরে তাহির একবারও বুঝতে পারেননি তার ছেলে কোরআন মুখস্ত করছে।

৩ বছর পরে তারা জেদ্দা থেকে মদিনায় গমন করেন। সেখানে ছেলেটি তার বাবার কাছে মসজিদে নববীতে যাওয়ার আবদার করে।

তাহির অনেকটা মজা করেই ছেলেকে শর্ত দেন যে, সে যদি সুরা বাকারার কয়েকটি আয়াত মুখস্ত বলতে পারে তবেই তাকে মসজিদে নববীতে নেয়া হবে। তখন ছেলেটি তাকে অবাক করে পুরো সুরা বাকারা মুখস্ত তেলাওয়াত করতে থাকে। এতে তাহির যারপরনাই বিষ্মিত হন।

তাহির জানান, তিনি সঙ্গে সঙ্গেই ছেলেকে নিয়ে কয়েকজন আলেম ও হাফেজের কাছে যান। তারা সবাই হোসেনের কোরআন তেলাওয়াতকে শুদ্ধ বলে মতামত প্রদান করেন এবং তাকে মনে রাখার কিছু পদ্ধতি শিখিয়ে দেন।

এরপর হোসেনকে মসজিদে নববীর কোরআন হেফজখানায় ভর্তি করে নেয়া হয়।

হোসেনের গর্বিত বাবা তাহির বলেন, ‘এখন আমার ছেলের জন্মান্ধতার কষ্ট আমি ভুলে গিয়েছি। আমার আর কোনো দুঃখ নেই’।

সূত্র: আরব নিউজ

পাঠকের মতামত

বৈশ্বিক অনুদান কমায় রোহিঙ্গা শিশুদের পড়ালেখার ক্ষতি হচ্ছে

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিশু শিক্ষার পরিস্থিতি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান ...

যে কারনে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প

এবার ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পাবলিকান আইনপ্রণেতা ...

ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে কাতার

ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক ...