উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/১০/২০২৩ ৯:২৩ পিএম

কক্সবাজারের রামু সরকারী কলেজে নানা অনিয়ম, দূর্নীতি ও কলেজের নগদ টাকা লুটের অভিযোগে দীর্ঘদিনের সুনাম তলানীতে গিয়ে দাড়াঁয়। আবার এরই মধ্যে গতকাল ১১ অক্টোবর বুধবার কলেজ চলাকালিন কলেজের জুনিয়র শিক্ষক (চুরির অভিযোগে বহুল বিতর্কিত) মোহাম্মদ হোসাইন একই কলেজের সিনিয়র শিক্ষক ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান আক্তার জাহান কাকলীকে কলেজের প্রধান শিক্ষকের সামনে হেনেস্তা করে, মারধর ও প্রান নাশের হুমকি প্রদর্শন করে।

যার কারনে ওই নারী শিক্ষক বাদী হয়ে রামু থানায় জিডি করেছেন। যার জিডি নং ৫২৭/২৩. সাধারণ ডাইরী সুত্রে জানা গেছে, ভোক্তভোগী আক্তার জাহান কাকলি, রামু সরকারী কলেজের আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান এবং দীর্ঘ ২৫ বছর ধরে সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। এর মধ্যে কতিপয় অসাধু ব্যক্তির ব্যক্তির ইন্দনে পূর্ব পরিকল্পিতভাবে, ওই বিতর্কিত শিক্ষক মুহাম্মদ হোসাইন, কলেজের অধ্যক্ষের কার্যালয়ে ও অধ্যক্ষ সম্মুখে আক্তার জাহানকে প্রানের মেরে ফেলার উদ্দিশ্যে, অশ্লিল গালি গালাজ করে, মারার জন্য তেড়ে আসে।

এতে উপস্থিত ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অহিদুল কবির এবং কলেজের অধ্যক্ষ মুজিবুর আলম বাধার মুখে, ওই আক্তার জাহান কাকলি প্রানে রক্ষা পেলেও, অভিযোক্ত মুহাম্মদ হোসাইন তাকে সবার সামনে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

এই ব্যাপারে অভিযোক্ত মুহাম্মদ হোসাইন ঘটনা অস্বীকার করে জানান, তাকে আক্তার জাহান মারার জন্য আসলে, তিনি তা দেওয়ালে প্রতিহত করার চেষ্টা করেন।

রামু থানার ওসি মুহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, তিনি এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন। কলেজের অধ্যক্ষ মুজিবুল আলম জানান, এই ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করে ব্যবস্থা নিবেন।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...