প্রকাশিত: ০৯/০৫/২০২২ ৮:০০ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের রামু’র নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে ফাহমিদা মুস্তফা (১৭৩৫৮) কে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার ৮ মে ১৯৭ নম্বর স্মারকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফাহমিদা মুস্তফা সহ ১৭ জন একই পদমর্যাদার বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হয়।

রামু’র নতুন ইউএনও হিসাবে নিয়োগ পাওয়া ফাহমিদা মুস্তফা এর আগে খাগড়াছড়ি জেলার দীঘিনালা’র ইউএনও হিসাবে কর্মরত ছিলেন। তিনি ২০২১ সালের ৩ অক্টোবর দীঘিনালা’র ইউএনও হিসাবে যোগদান করেছিলেন। ফাহমিদা মুস্তফা’র নিজের বাড়ি ও শ্বশুর বাড়ি চট্টগ্রাম জেলায়।

প্রসঙ্গত, রামু’র বিদায়ী ইউএনও প্রণয় চাকমা ( (১৭২৩৮)-কে গত ১৯ এপ্রিল কে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে নিয়োগ দেওয়া হয়। রামু’র বিদায়ী ইউএনও প্রণয় চাকমা ২০১৯ সালের ১৯ মে রামু’র ইউএনও হিসাবে যোগদান করেছিলেন। তিনি বিসিএস (প্রশাসন) ৩০ তম ব্যাচের একজন সদস্য

পাঠকের মতামত