নিহতরা একই পরিবারের, যাচ্ছিলেন কক্সবাজার ভ্রমণে
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত সবাই নারী এবং একই পরিবারের সদস্যরা। ...

সোয়েব সাঈদ, রামু
রামুতে ৬ হাজার ইয়াবা সহ ১ জনকে আটক করেছে পুলিশ। আটক সিরাজুল ইসলাম (৫২) ফেনী জেলার সদর থানার রামপুর এলাকার মমতাজ মিয়ার ছেলে।
জানা গেছে, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামানের নেতৃত্বে এএসআই এজাহার এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩১ মার্চ) বেলা দেড়টায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চা বাগান মোড় এলাকায় যাত্রীবাহী চেয়ারকোচ মারছা বাসে তল্লাশী চালায়। এসময় ৬ হাজার ইয়াবা ট্যাবলেট, ১০ হাজার টাকা সহ সিরাজুল ইসলামকে আটক করা হয়।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানিয়েছেন- গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত