প্রকাশিত: ২৪/০৪/২০২২ ১১:০৩ পিএম

খালেদ হোসেন টাপু,রামু
রামু প্রেস ক্লাব ও কর্মরত সাংবাদিকদের আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। রবিবার রামু উপজেলা মিলনায়তনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথি বক্তব্যে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা বলেন,বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে রামুতে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রেখেছে।আগামীতে ও রামু প্রেস ক্লাব ও কর্মরত সাংবাদিকরা দেশ ও জাতির কল্যানে কাজ করার আহ্বান জানাচ্ছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এসিল্যান্ড রিগ্যান চাকমা,নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নোবেল কুমার বড়ুয়া,রামু কেদ্রীয় পুরোহিত সজল ব্রাহ্মণ চৌধুরী,রামু থানার ওসি তদন্ত অরুপ কুমার চৌধুরী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন,বিজিবি রামু ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার মাসুদুর রহমান,রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান,রামু সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল হক,রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ,রামু উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক শেখ জুনায়েদ বিপ্লব,রফিক কোম্পানি,এখলাছ কোম্পানি,সুজনের সভাপতি মাষ্টার মো: আলম,বৌদ্ধনেতা সুরেশ বড়ুয়া বাঙ্গালি, কক্সবাজার জেলা তাতীঁলীগের সহ-সভাপতি আনছারুল হক ভূট্টো ও মেম্বার আজীজুল হক।

অনুষ্টানে বক্তারা বলেন,সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের আয়না। সমাজের দর্পণ হিসেবে সব সাংবাদিকদের দেশ-জাতির উন্নয়নে কাজ করতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা উদ‍্যোগ নিয়েছেন।বক্তারা আরো বলেন, সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ১৯৮৮ সালে প্রতিষ্টিত হয়। রামু প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে সাংবাদিকতার মাধ্যমে সুনাম অর্জন করেছেন।

ইফতার আয়োজক কমিটির আহ্বায়ক সাংবাদিক নুরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস মো: হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক আবদুল্লাহ আল মামুন।
পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক ও লেখক হাফেজ আবুল মঞ্জুর।
নাইক্ষ্যৎছড়ির বিশিষ্ট সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ। এছাড়াও রামুর সাংবাদিক সোয়েব সাঈদ, ওবাইদুল হক নোমান,আবুল কাশেম, আবুল কাশেম সাগর,নাছির উদ্দিন ,নুর মোহাম্মদ, আবদুল মালেক সিকদার,আনিস নাঈমুল,সিপ্ত বড়ুয়া,কফিল উদ্দিন আহমেদ সৈয়দ ফরমান, আবু বক্কর ছিদ্দিক, সাঈদুজ্জামান,মো: আবদুল্লাহ ও কাইছার সহ প্রমুখ।
এদিকে মোনাজাত পরিচালনা করেন রামু উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হাকিম

পাঠকের মতামত

১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে ২৮৫ সেনাকে নিয়ে ফিরবে মিয়ানমারের জাহাজ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ ...

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...