উখিয়ায় সংরক্ষিত বনের জমিতে এনজিও জমিদারি
এএইচ সেলিম উল্লাহ কক্সবাজারের উখিয়ায় বনের জমি দখল করে গড়ে তুলছে দেশি-বিদেশি সংস্থাও (এনজিও, আইএনজিও) ...
রাজাপালং ইউনিয়নের অন্যতম ওয়ার্ড কুতুপালং ৯ নম্বর। রাজাপালং ইউপি তে ৯ নং ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী তারুণ্যের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ট কন্ঠস্বর আবদুল হক চৌধুরীকে আগামী ৪ই জুন ৬ষ্ঠ দফা ইউপি নির্বাচনে “ফুটবল” প্রতীক নিয়ে লড়বেন।গত ২০শে মে প্রতীক বরাদ্ধ হয় এবং গতবারের ন্যায় এবারও ফুটবল প্রতীক নিয়ে ভোটারের কাছে হাজির হবেন গরীব দু:খী, মেহনতী জনতার মনোনীত প্রার্থী আবদুল হক চৌধুরী । প্রার্থী আবদুল হক চৌধুরী জানান, ফুটবল হলো রাজাপালং ৯ নং ওয়ার্ডবাসীর উন্নয়নের প্রতীক, তাই ৯ নং ওয়াডের জনগনের কাছে আমি উন্নয়নের প্রতীক “ফুটবল” মার্কায় ভোট ও দোয়া চাই।
পাঠকের মতামত