৫ ব্যাংক মার্জার: গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি বিনিয়োগকারীদের
সংগঠনের সভাপতি বলেন, ‘আমরা গভর্নরের পদত্যাগ চাই। বিনিয়োগকারীদের কথা চিন্তা না করে গভর্নর ব্যাংকগুলোকে মার্জার ...
নিউজ ডেস্ক::
রাজধানীর রাজারবাগ এলাকা থেকে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ রবিবার ভোর ৫টা থেকে ইয়াবা উদ্ধারের এ অভিযান শুরু করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছে। অভিযান এখনও শেষ হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খিলগাঁও সার্কেল ইন্সপেক্টর সুমনুর রহমান।
সার্কেল ইন্সপেক্টর সুমনুর রহমান জানান, ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
বর্তমানে রাজারবাগের একটি নির্দিষ্ট এলাকা ঘিরে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পাঠকের মতামত