প্রকাশিত: ২৯/১২/২০১৭ ১২:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৪৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
রাখাইনে মানবাধিকার লঙ্ঘনরোধে সহযোগিতার জন্য চীন ও রাশিয়ার উপর আন্তর্জাতিক চাপ দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের স্বাধীন মানবাধিকার বিষয়ক তদন্ত দল।

মিয়ানমারে রাখাইন বিষয়ে চীন ও রাশিয়ার কঠোর সমালোচনা করে জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি বলেছেন, রোহিঙ্গাদের উপর সামরিক অভিযান ঠেকাতে জাতিসংঘকে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এবং ওআইসি’র মতোই ব্যর্থ হয়েছে চীন ও রাশিয়া।

এর আগে লিকে মিয়ানমারে নিষিদ্ধ ঘোষণা করা হয়। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে লি বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাবো চীন ও রাশিয়ার উপর চাপ প্রয়োগের জন্য যেন তারা মানবাধিকারের পক্ষে দাঁড়ান।

চীন বলছে, বিভিন্ন দেশ ও ব্যক্তি মিয়ানমারকে তাদের অভ্যন্তরীন বিষয়টি সমাধানের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করে দিতে পারে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়ং বলেন, মানবাধিকার রক্ষার জন্য বাহ্যিক চাপ সমস্যা সমাধানে সাহায্য করবে না বরং পরিস্থিতি আরো ঘোলাটে করবে। তবে এবিষয়ে কোনও মন্তব্য করেনি রাশিয়া।

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে অন্তত ১০ লাখ রোহিঙ্গা। রোহিঙ্গাদের উপর এমন আচরণকে পাঠ্যপুস্তকে বর্ণিত জাতিগত নিধনের সঙ্গেই তুলনা করেছে জাতিসংঘ।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...