প্রকাশিত: ১৫/১০/২০২১ ৩:০০ পিএম

সারা দেশে মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। মুঠোফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। আজ শুক্রবার ভোর থেকে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় বলে গ্রাহকরা জানান। তবে কী কারণে ইন্টারনেট সেবা বন্ধ হয়েছে তা এখনো জানা যায়নি।

এ ব্যাপারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। বিষয়টি চিহ্নিত করার চেষ্টা চলছে। যে কোনো সময় আবার মুঠোফোন ইন্টারনেট সেবা চালু হবে।’

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার কুমিল্লাসহ আশপাশের এলাকায় দ্রুতগতির মুঠোফোন ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পরে কক্সবাজার, ব্রাক্ষণবাড়িয়াসহ আরও কয়েকটি জেলার গ্রাহকরা থ্রি জি ও ফোর জি ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে অসুবিধায় পড়েন।

পাঠকের মতামত

সংকট না কাটলে রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব, আলোচনা চালাচ্ছে বাংলাদেশ

রোহিঙ্গারা বাংলাদেশ থেকে রাখাইনে ফিরলেই সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের ভেতরেও অনেক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। ...

ডাকসুর ভিপি সাদিক ও জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নিটকতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ব্যাপক ব্যবধানে ...