প্রকাশিত: ২৪/১০/২০১৬ ৯:৩২ পিএম

zisanনিউজ ডেস্ক:: কক্সবাজার জেলা যুবদলের সাধারন সম্পাদক ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র জিসান উদ্দিনকে পেটালেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের কলাতলী রোডের হোটেল লং বীচের সামনে জেলা যুবদলের পদবঞ্চিত শতাধিক নেতাকর্মী তাকে বেধড়ক পেটায়।

প্রত্যেক্ষদর্শী সূত্র জানায়, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিনকে লং বীচের সামনে শতাধিক নেতাকর্মী ঘিরে ধরে। এ সময় তাদের সাথে কথা কাটাকাটি হয় জিসানের। এক পর্যায়ে প্যানেল মেয়রকে মারধর করে নেতাকর্মীরা।

তবে জিসান উদ্দিন মারধরের ঘটনা সত্য নয় বলে দাবি করেছেন। তিনি বলেন, এই ধরনের কোনো ঘটনাই হয়নি। কিন্তু কক্সবাজার সদর থানার অপারেশন অফিসার আবদুর রহিম জানান, দলীয় কোন্দলের কারণে জেলা যুবদলের সাধারণ সম্পাদককে মারধর করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল রবিবার জেলা যুবদলের একটি সংশোধিত কমিটি প্রকাশ করা হয়। এতে সিনিয়র-জুনিয়র সঠিকভাবে পদবিন্ন্যাস করা হয়নি- এই অভিযোগে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জিসান উদ্দিনকে পেটায়।

সূত্র – কালের কণ্ঠ

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...