প্রকাশিত: ৩১/০৫/২০১৭ ৮:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক ::

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপকূলীয় অঞ্চল দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণ দিতে যাবে আওয়ামী লীগের চারটি দল। আজ বুধবার বিকেলে রাজধানীর ধানমণ্ডির একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতার সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই চারটি দল কক্সবাজার ও কুতুবদিয়া-মহেশখালী, আনোয়ারা-পতেঙ্গা, বাঁশখালী ও বান্দরবান-রাঙামাটি এলাকায় যাবে। এসব দলের নেতৃত্বে থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।ওবায়দুল কাদের বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার কক্সবাজার গিয়ে আমরা স্থানীয় আওয়ামী লীগ, প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক সভা করব। এরপর শুক্রবার ও শনিবার দুদিন বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থান করব এবং ত্রাণ বিতরণ করব।’‘ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে টিম পাঠাতে নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। দায়সারভাবে ত্রাণ দিয়ে ফটোশেসন না করে তন্ন তন্ন করে ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষতির পরিমাণ রিপোর্ট তৈরি করে আনতে বলেছেন। তালিকা থেকে দলীয় ও সরকারিভাবে তাদের সাহায্য করা হবে।’সেতুমন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন জেলা পর্যায়ে আমাদের দলের মধ্যে কিছু সমস্যা আছে। রমজানের মধ্যে আমাদের দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা জেলার নেতাদের সঙ্গে বসে ঠিক করে নেবেন।’ ‘আগামী নির্বাচনকে সামনে রেখে আর বেশি সময় নেই। আমরা দলের বর্ধিত সভার মাধ্যমে দলের সর্বাত্মক নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি।’

পাঠকের মতামত

৫ ব্যাংক মার্জার: গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি বিনিয়োগকারীদের

সংগঠনের সভাপতি বলেন, ‘আমরা গভর্নরের পদত্যাগ চাই। বিনিয়োগকারীদের কথা চিন্তা না করে গভর্নর ব্যাংকগুলোকে মার্জার ...

১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, ৫ দফা দাবি আগামী ১১ নভেম্বরের ...

মিয়ানমারে সাধারণ নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে ঢাকাকে অনুরোধ করেছে নেপিদো

মিয়ানমারের সামরিক সরকার আগামী মাসে দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজন করছে। ডিসেম্বরে অনুষ্ঠেয় ওই নির্বাচনে পর্যবেক্ষক ...

পাঁচ ব্যাংকের গ্রাহক চলতি মাসেই তুলতে পারবেন আমানতের অর্থ

আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংক মার্জার বা একীভূত করতে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ...