প্রকাশিত: ০৩/০২/২০১৮ ৫:৩৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:০৯ এএম

উখিয়া নিউজ ডটকম::
বান্দরবা‌নের নাইক্ষ্যংছ‌ড়ি‌ উপজেলার মিয়ানমার সীমা‌ন্তে মাইন বিস্ফোর‌ণে আওয়ামী লীগ নেতা ব‌দিউর রহমানের (৪৫) দুই পা বি‌চ্ছিন্ন হ‌য়ে গে‌ছে। আজ শ‌নিবার দুপু‌রে এ ঘটনা ঘ‌টে।

আহত বদিউর রহমান নাইক্ষ্যংছ‌ড়ির সদর ইউনিয়নের চাকঢালা ওয়ার্ড আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক।

প্রশাসন ও স্থানীয়রা জানায়, বদিউর রহমান আজ দুপুরে চাকঢালা এলাকায় মিয়ানমার সীমা‌ন্তের ৪২/৪৩ নম্বর সীমানা পিলা‌রের প‌শ্চিমপা‌শে বন্যা‌ঝি‌রি এলাকায় পাহা‌ড়ে গরু খুঁজতে বের হন। পাহাড়ে শুক‌নো লাক‌ড়ি সংগ্রহ করার সময় বিকট শ‌ব্দে মাইন বিস্ফোর‌ণ ঘ‌টে। এ সময় আওয়ামী লীগ নেতা ব‌দিউর রহমা‌নের দুই পা অনেকটা বি‌চ্ছিন্ন হ‌য়ে যায়। খবর পে‌য়ে স্থানীয় লোকজ‌ন ব‌দিউরকে উদ্ধার ক‌রে প্রথ‌মে নাইক্ষ্যংছ‌ড়ি উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রে। প‌রে অবস্থার অবন‌তি হ‌লে তাঁকে কক্সবাজার সদর হাসপাতা‌লে পাঠা‌নো হয়। তিনি স্থানীয় বা‌সিন্দা জাগের হোসেনের ছেলে।

নাইক্ষ্যংছ‌ড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ও উপ‌জেলা আওয়ামী লী‌গের যুগ্ম আহ্বায়ক তস‌লিম ইকবাল চৌধুরী জানান, মাইন বি‌স্ফোর‌ণে আহত বদিউর রহমান চাকঢালা ওয়ার্ড আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক। আজ দুপুরে সীমা‌ন্তের জি‌রো প‌য়ে‌ন্টে জ্বালানির জন্য লাক‌ড়ি সংগ্রহ কর‌তে গি‌য়েছিলেন তিনি। কিন্তু মাইন বি‌স্ফোর‌ণে তাঁর দুই পা বি‌চ্ছিন্ন হ‌য়ে গে‌ছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতা‌লে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে নাইক্ষ্যংছ‌ড়ি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স‌রোয়ার কামাল জানান, সীমান্তে মিয়ানমার সীমান্তরক্ষী বা‌হিনীর পুঁতে রাখা মাইন বি‌স্ফোর‌ণে এক বাংলা‌দেশির দুই পা ক্ষ‌তিগ্রস্ত হ‌য়েছে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার ক‌রে কক্সবাজার হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। তাঁর শারী‌রিক অবস্থা ভা‌লো নয় ব‌লে খবর পে‌য়ে‌ছি।

পাঠকের মতামত

ব্র্যাকের আয়োজনে ‘যুব ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

যুবদের দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ বিশিষ্টজনদের দেশে চাকরির তুলনায় চাকরিপ্রত্যাশীর সংখ্যা ...

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনসীমান্তে ডজনখানেক সশস্ত্র আরাকান আর্মির অবস্থান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়

সোমবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির (এএ) এক সশস্ত্র সদস্য বাংলাদেশে প্রবেশ করার পর উত্তেজনাকর পরিস্থিতি ...

মিয়ানমারে প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ-মালয়েশিয়াসহ ৫ দেশ

মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ...