প্রকাশিত: ০৫/০৫/২০২১ ৩:৪২ এএম

সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে উত্তাল মিয়ানমারে একটি পার্সেল বোমার বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে সেনা অভ্যুত্থানে উৎখাত হওয়া একজন আইনপ্রণেতা ও অসহযোগ আন্দোলনে যোগ দেওয়া তিন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
সোমবার (০৩ মে) বিকেল পাঁচটায় দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির ওয়েস্টার্ন বাগোর একটি গ্রামে এ বিস্ফোরণ ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স ও ডন অনলাইনের খবরে এমন তথ্য মিলেছে।

১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানে বেসামরিক সরকারকে উৎখাতের পর মিয়ানমারের বিভিন্ন আবাসিক এলাকায় ছোট ছোট বিস্ফোরণের সংখ্যা বাড়ছে।
কখনো কখনো সরকারি কমকর্তা ও সামরিক স্থাপনা এসব বিস্ফোরণের লক্ষ্যবস্তু হচ্ছে।

সোমবার তিনটি বিস্ফোরণ ঘটেছে। তবে একটি বিস্ফোরণে কারাবন্দি বেসামরিক নেত্রী অং সান সু চির ন্যাশনাল লীগ অব ডেমোক্রেসি দলের এক আইনপ্রণেতা, তিন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় এক অধিবাসী নিহত হয়েছেন।
এছাড়াও এক পুলিশ কর্মকর্তা মারাত্মকভাবে আহত হয়েছেন। বিস্ফোরণে তার একটি হাত উড়ে গেছে। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এ ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। এ নিয়ে সেনাবাহিনীর মুখপাত্রেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...