প্রকাশিত: ২০/১২/২০১৭ ১:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:১৯ এএম

ডেস্ক রিপোর্ট::
মিয়ানমারে দুই সাংবাদিক আটকের এক সপ্তাহ পূর্ণ হয়েছে। কিন্তু তারা কোথায় বা তাদেরকে কিভাবে রাখা হয়েছে তা জানা যায় নি। তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ তদন্ত করছে। তবে আটক অবস্থায় তাদেরকে কোথায়, কোন স্থানে রাখা হয়েছে সে বিষয়ে কোনো তথ্যই দেয়া হচ্ছে না। গ্রেপ্তার করা ওই দুই সাংবাদিক হলেন রয়টার্সের ওয়া লোন (৩১) ও কাইওয়া শোয়ে ও (২৭)। গত মঙ্গলবার তাদেরকে ইয়াঙ্গুনের একটি পুলিশ স্টেশনে নৈশভোজের আমন্ত্রণ দিয়ে ডেকে নেয়া হয়। এরপর তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। তবে তাও কমপক্ষে একদিন পর। এ সময় পর্যন্ত তারা কোথায় সে সম্পর্কে তাদের পরিবারকে কিছুই জানায় নি কর্তৃপক্ষ। ওদিকে গ্রেপ্তার করা সাংবাদিকদের সঙ্গে সাক্ষাত ও তাদের সম্পর্কে জানতে চেয়ে বার বার অনুরোধ করছে তাদের পরিবার ও রয়টার্স কর্তৃপক্ষ। তারা জানতে চাইছেন তাদেরকে কোথায় রাখা হয়েছে। কিন্তু এর কোনো জবাব দিচ্ছে না কর্তৃপক্ষ। অবিলম্বে তাদের মুৃক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন রয়টার্স প্রেসিডেন্ট ও প্রধান সম্পাদক স্টিফেন জে এডলার।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...