
ডেস্ক রিপোর্ট::
মিয়ানমারে আটক দু’সাংবাদিকের মুক্তির দাবি জোরালো হয়েছে। ক্রমশ আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে মিয়ানমারের ওপর। সাংবাদিকদের অধিকার আদায়ের বিভিন্ন সংগঠন, বৃটেন, সুইডেন, বাংলাদেশ সহ বেশ কিছু দেশ সাংবাদিক আটকের নিন্দা জানিয়েছে। সর্বশেষ তার সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ওই সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দাবি করেন অথবা তাদের নিখোঁজ হওয়ার পরিস্থিতি সম্পর্কে তথ্য চান । এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত মঙ্গলবার নৈশভোজের দাওয়াত দিয়ে পুলিশ স্টেশনে ডেকে নেয়া হয় রয়টার্সের দু’সাংবাদিক ওয়া লোন (৩১) ও কাইওয়া সোয়ে ও (২৭) কে। এরপর তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। তারা রাখাইনের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর চালানো নৃশংসতা নিয়ে কাজ করছিলেন। তারপর তাদেরকে কোথায় কিভাবে রাখা হয়েছে এ বিষয়ে জানা যায় নি। শুক্রবার নাগাদ সংশ্লিষ্ট বার্তা সংস্থার কর্মকর্তারা ওই সাংবাদিকদের গ্রেপ্তারের বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানতে পারেন নি। তবে মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ওয়া লোন এবং কাইওয়া সোয়ে ও’কে অবৈধভাবে বিদেশী মিডিয়ার জন্য তথ্য শেয়ার করার জন্য কাজ করছিলেন। মন্ত্রণালয় থেকে হ্যান্ডকাফ পরানো অবস্থায় ওই দু’সাংবাদিকের ছবি প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর নৃশংসতাকে জাতি নিধন হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্রও। শুক্রবার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন কথা বলেন। তিনি বলেন, মিয়ানমারে টার্গেটেড অবরোধ দেয়ার জন্য একজনকে সনাক্ত করা হয়েছে। রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নৃশংসতার কারণে অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা পরীক্ষা করছে যুক্তরাষ্ট্র।
পাঠকের মতামত