প্রকাশিত: ৩০/১১/২০১৬ ৩:০০ পিএম , আপডেট: ৩০/১১/২০১৬ ৩:০২ পিএম

received_10154112244193806আজিজুল হক, ঘুনধুম সীমান্ত থেকে::

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ২০১৫ ইং সালের ৮ ই ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনীর হাতে ৯২ জন মিয়ানমার নাগরিক(জেলে) অাটক হয়। তৎমধ্যে বাংলাদেশের জেলখানায় অসুস্থ হয়ে (শুক্কুর অালীর) মৃত্যু হয়। বাকী ৯১ জন মিয়ানমার নাগরিককে প্রত্যাবাসনের জন্য গৃহীত সিদ্ধান্ত মোতাবেক কক্সবাজার জেলা প্রশাসনের নিকট হতে গ্রহন করে ৩৪ বিজিবি কতৃক ঘুমধুম সীমান্ত এলাকার বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সীমান্তে দিয়ে অাজ ৩০ ই নভেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে মিয়ানমার ইমিগ্রেশন এ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করা হয়।
এর অাগে সকালে কক্সবাজার ব্যাটালিনের অধীনস্থ নাইক্ষ্যংছড়ির ঘুমধুম বিওপির বাংলাদেশ মায়ানমার মৈত্রী সেতুর সন্নিকটে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত ৩০/১ এর সংলগ্ন স্থানে মিয়ানমার ইমিগ্রেশন এ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সাথে বর্ডার গার্ড বাংলাদেশের একটি পতাকা বৈঠক অনুষ্টিত হয়। উক্ত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার, অধিনায়ক ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন চ্য চ্য, ডেপুটি ডাইরেক্টর মিয়ানমার ইমিগ্রেশন এ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট, মংডু, মিয়ানমার। উক্ত বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে অারও উপস্থিত ছিলেন বিজিবি কক্সবাজার এর অতিরিক্ত পরিচালক মেজর অাবদুস সালাম, উপ- অধিনায়ক মেজর মোঃ অাবুল খায়ের জি, কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার জেলা পুলিশের প্রতিনিধি দল। অপরদিকে মিয়ানমারের পক্ষে উপস্থিত ছিলেন মিয়ানমার ইমিগ্রেশন এ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট- এর প্রতিনিধিবৃন্দ।
বৈঠক শেষে দুই দেশের সেক্টর পর্যায়ে সৌজন্য সাক্ষাতের মধ্যদিয়ে তাদের হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...

খাদ্য সংকটে সেন্টমার্টিন

হেলাল উদ্দিন সাগর :: বৈরী আবহাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ...