ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০১/২০২৩ ৯:৪৯ এএম

মিয়ানমারের রাজনৈতিক দলগুলোর জন্য শুক্রবার নতুন নির্বাচনী আইন জারি করা হয়েছে। দেশটির সামরিক জান্তা প্রশাসনের তরফ থেকে কঠোর আইনটি তৈরিতে কাজ করেছে মিয়ানমারের সামরিক বাহিনী। নতুন আইনে দেশটির রাজনৈতিক দলগুলোকে দুই মাসের মধ্যে নতুন করে নিবন্ধন নিতে হবে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চিকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর জরুরি অবস্থা জারি করা হয়। চলতি জানুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে এই জরুরি অবস্থা। সে দেশের সংবিধান অনুসারে এরপর নির্বাচনের আয়োজন করতে হবে। তবে এখন পর্যন্ত নির্বাচনের সম্ভাব্য কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন সামনে রেখেই নতুন আইন সামনে এনেছে জান্তা সরকার। আইন অনুসারে, রাজনৈতিক দলগুলোকে দুই মাসের মধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধন করতে হবে।

নিবন্ধনের তিন মাসের মধ্যে দলগুলোকে অন্তত ১ লাখ সদস্য সংগ্রহ করার প্রতিশ্রুতি দিতে হবে। সেই সঙ্গে ছয় মাসের মধ্যে মিয়ানমারের অন্তত অর্ধেক শহরে দলীয় কার্যালয় খুলতে হবে। এতে ব্যর্থ হলে সেই দলেল নিবন্ধন বাতিল করা হবে।

সূত্র: ব্লুমবার্গ

পাঠকের মতামত

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...

বৈশ্বিক অনুদান কমায় রোহিঙ্গা শিশুদের পড়ালেখার ক্ষতি হচ্ছে

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিশু শিক্ষার পরিস্থিতি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান ...

যে কারনে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প

এবার ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পাবলিকান আইনপ্রণেতা ...