
মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা ১১টি মহিষ জব্দ করেছেন।
এসব মহিষগুলো মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হয়। পরে নিলাম এর মাধ্যমে ১১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে টেকনাফ কাস্টমস শুল্ক স্টেশনে নিলামের মাধ্যমে ১১টি মহিষগুলো বিক্রি করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ কাস্টমস শুল্ক স্টেশনে গোদাম কর্মকর্তা মোঃ নাফিস আমিন রিজভী।
তিনি জানান,গত সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা উখিয়া উপজেলার পালংখালী এলাকা থেকে জব্দ করা ছোট-বড় ১১টি মহিষ জব্দ করে কাস্টমস শুল্ক স্টেশনে জমা দেন।
গোদাম কর্মকর্তা মোঃ নাফিস আমিন রিজভী বলেন, আজ মঙ্গলবার বিকালের দিকে ৬৪ বিজিবির প্রস্তাবিত টেকনাফ সদরের নতুন পল্লানপাড়া ফাঁড়িতে বিজিবির সুবেদার মেজর আলতাফ হোসেন সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ১১টি মহিষগুলো নিলামের উঠানো হলে সর্বোচ্চ মূল্য ও ভ্যাটসহ ১১লাখ ৫০হাজার টাকায় ক্রয় করেন। নিলামে প্রায় অধশর্তাধিক অংশগ্রহণ করেন।
প্রথম ডাককারি মুন্না এন্টারপ্রাইজ ৯লাখ ২০হাজার টাকা এবং ২৫ % ভ্যাট সহ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে ক্রয় করেন।
মুন্না এন্টারপ্রাইজের প্রোপাইটার আব্দুর রহিম মুন্না বলেন, ছোট-বড় ১১টি মহিষ নিলামের মাধ্যমে ক্রয় করা
পাঠকের মতামত