প্রকাশিত: ২৬/০৯/২০১৯ ৭:১৬ এএম


মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগবিন্দপুর এলাকা থেকে সাকিব (১৯) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তাকে আটক করেছে জেলা পুলিশের বিশেষ শাখার সদস্যরা। আটক সাকিবের বাবার নাম মোহাম্মদ আব্দুল। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

স্থানীয়রা জানান, গত চার দিন ধরে এক যুবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হওয়ায় তারা মাদারীপুর পুলিশের বিশেষ শাখার সদস্যদের জানান। পরে পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ওই যুবক নিজের নাম সাকিব বলে জানান। কয়েকদিন আগে তিনি কক্সবাজারের টেকনাফ থেকে গাড়িতে করে ঢাকায় আসেন। পরে খোয়াজপুর এলাকার এক যুবক সাকিবকে কাজ দেওয়ার কথা বলে গত শনিবার মাদারীপুরে নিয়ে আসেন। পরে ওই যুবক তাকে রেখে পালিয়ে যান।

মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হান্নান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাকিবকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে জয়নাল (১৬) নামে আরো এক রোহিঙ্গা কিশোরকে আটক করে পুলিশ।

পাঠকের মতামত

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...