সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালী উপজেলায় অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী হলেন মনোয়ারা আলম। তিনি একই গ্রামের নূর ইসলামের মেয়ে।
মঙ্গলবার সকালে উপজেলার মহুঘাটা গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে হোয়ানফ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, মনোয়ারা তার বাড়ির পাশে বৃষ্টির কারণে জমাট বাধা পানি মাটি কেটে বের করে দিচ্ছেলেন। এ সময় হঠাৎ পাহাড় ধসে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাঠকের মতামত